ট্রাম্পের চেয়ে বাইডেন ১২ পয়েন্টে এগিয়ে, হিলারির চেয়েও ৪ গুণ বেশি

ব্রিট বাংলা ডেস্ক :: যুক্তরাষ্ট্রে ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনের শেষ সপ্তাহের ঠিক আগে সাবেক ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন বর্তমান প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের চেয়ে সবচেয়ে বড় ব্যবধানে এগিয়ে রয়েছেন। একটি নতুন ইয়াহু নিউজ/ইউগভ জরিপে দেখা যাচ্ছে দুজনের মাঝে ১২ পয়েন্টের ব্যবধান, যা ২০১৬ সালের নির্বাচনের এই মুহুর্তে ট্রাম্পের চেয়ে হিলারি ক্লিনটনের ‘এগিয়ে থাকার’ চারগুণ বেশি।

২৩ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত পরিচালিত জরিপে দেখা যায়, ৫৪ শতাংশ সম্ভাব্য ভোটার হয় বাইডেনকে ইতিমধ্যে ভোট দিয়ে ফেলেছেন অথবা নির্বাচনের দিনের মধ্যেই তাকে ভোট দেয়ার পরিকল্পনা করে রেখেছেন। অন্যদিকে সম্ভাব্য ভোটারদের মাত্র ৪২ শতাংশ বলছেন যে তারা ট্রাম্পের পক্ষে ভোট দিচ্ছেন। ২০১৬ সালের নির্বাচনের এক সপ্তাহ আগে চালানো ইউগভের জরিপে দেখা গিয়েছিল, হিলারি ক্লিনটন (৪৮ শতাংশ) সম্ভাব্য ভোটারদের মধ্যে ট্রাম্পের (৪৫ শতাংশ) চেয়ে ৩ পয়েন্টের ব্যবধানে এগিয়ে ছিলেন। আর সব জাতীয় জরিপের গড়পড়তা হিসাবে ক্লিনটন ২.২ শতাংশ পয়েন্টের ব্যবধানে এগিয়ে ছিলেন। এই জরিপ থেকে বোঝা যাচ্ছে, ২০১৬ সালের মতো এবারের নির্বাচনে চমক দেখানোটা ট্রাম্পের জন্য কতোটা চ্যালেঞ্জিং হতে পারে।

Advertisement