ডকল্যান্ডস থিয়েটার এন্ড পারফর্মিং আর্ট এর বর্ষাবরণ

রোববার পূর্ব লন্ডনের ব্রাডি আর্ট সেন্টারে ডকল্যান্ডস থিয়েটার এন্ড পারফর্মিং আর্ট এর উদ্যোগে এক আড়ম্বরপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে প্রথমবারের মতো বিলেতে অনুষ্ঠিত হয় বর্ষাবরণ অনুষ্ঠান ‘মেঘদূত’। বিপুলসংখ্যক সাহিত্যপ্রেমি প্রবাসীদের উপস্থিতিতে সন্ধ্যা ৭টায় মঈনুল হোসেন মুকুলের গ্রাফিকস ও অজান্তা দেব রায়ের সঞ্চালনায় কবিগুরুর রবীন্দ্রনাথের মৃত্যুবার্ষিকীতে বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করে রবীন্দ্র সঙ্গীতের সুরেলা নৃত্য পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয় মূল আনুষ্ঠান।

বিলেতের আবৃত্তিশিল্পীদের পরিবেশনায় বিশিষ্ট ২১জন কবির কবিতা আবৃত্তির ফাঁকে ফাঁকে সঙ্গীতশিল্পীদের সুরেলা মূর্ছনা আর ডকল্যান্ডস থিয়েটার ও পারফর্মিং আর্টসের আব্দুল মুকিত চৌধুরী রচিত ও স্মৃতি আজাদের নির্দেশিত ‘জলের ভেতর জলের বিসর্জন ও মেঘদূত’ শ্রুতি নাটকের পরিবেশনায় পুরো হল জুড়ে এক ভিন্নরকম পরিবেশের সৃষ্টি হয়। অনুষ্ঠানে বিলেতের ২১জন কবিদের মধ্যে যারা উপস্থিত ছিলেন তাদেরকে উত্তরীয় সম্মাননা প্রদান করা হয়। এছাড়াও বর্ষাবরণ অনুষ্ঠানে বিশেষভাবে সম্মানিত করা হয় বিশিষ্ট কন্ঠযোদ্ধা শাহিন সামাদকে। আগত সকল দর্শকদের প্রতি ডকল্যান্ডস থিয়েটার এন্ড পারফর্মিং আর্টের পক্ষে চেয়ারপার্সন স্মৃতি আজাদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন জানানোর মধ্য দিয়ে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।

উত্তরীয় বরণকারী কবিরা হলেন – আব্দুল গাফফার চৌধুরী, আতাউর রহমান মিলাদ, হামিদ মোহাম্মদ, মুনিরা চৌধুরী, ফারুক আহমদ রনি, আবু মকসুদ, মুজিব ইরম, দিলু নাসের, মোহাম্মদ ইকবাল, ইকবাল হোসেন বুলবুল, তালুকদার রায়হান, জাহাঙ্গীর রানা, শামীম আজাদ, ময়নূর রহমান বাবুল, কাজল রশীদ, কুতুব আফতাব, মজিবুল হক মনি, একেএম আব্দুল্লাহ, পলিন মাঝি, শামীম শাহান ও এম মোসাইদ খান। বিজ্ঞপ্তি

 

Advertisement