ডামুড্যায় বজ্রপাতে পল্লী বিদ্যুতের দুই কর্মকর্তার মৃত্যু

ব্রিট বাংলা ডেস্ক :: জেলার ডামুড্যায় বজ্রপাতে পল্লী বিদ্যুতের দুই কর্মীর মৃত্যু হয়েছে। নিহত সাইফুল হক খান (৪৫) এর দেশের বাড়ি কুষ্টিয়ার সদর উপজেলায় তিনি এজিএমের দায়িত্বে রয়েছেন। অন্যদিকে মো, মোস্তাফিজুর রহমান (৫০) যশোরের ঝিগড়গাছা গ্রামের বাসিন্দা। তিনি জুনিয়র ইঞ্জিনয়ার হিসেবে দায়িত্বরত ছিলেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ডামুড্যার পূর্ব ডামুড্যা ইউনিয়নের ৮ ওয়ার্ডের চর জয়ালুতে বিদ্যুতের খুঁটি পরিবর্তনের কাজ চলছিল। তখন তারা সেটি দেখার জন্য যান। হঠাৎ বেলা সাড়ে ১২টার সময় বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়। তখন তারা দৌড়ে নির্মাণাধীন বাড়িতে ঢুকে আশ্রয় নেওয়ার চেষ্টা করেন। এ সময় তাঁদের ওপর বজ্রপাত হয়। পরে তাদেরকে ভ্যানগাড়িতে করে ডামুড্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন।

ডামুড্যা থানার ওসি মেহেদী হাসান সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। তাঁরা ওখানে নির্মাণাধীন একটি ঘরে আশ্রয় নেন। হঠাৎ বিকট শব্দে বজ্রপাত হয়। বৃষ্টি শেষে ঘরের লোকজন ওই ঘরে গেলে দুই রুমে দুজনকে পড়ে থাকতে দেখে চিৎকার দেয়। পরে এলাকার লোকজন এসে পল্লী বিদ্যুতে ফোন দেয় এবং দুজনকে ভ্যানে করে ডামুড্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

Advertisement