ডিআরইউ সভাপতি মিঠু সম্পাদক হাসিব

ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন নজরুল ইসলাম মিঠু। আর সাধারণ সম্পাদক পদে জয়লাভ করেছেন নুরুল ইসলাম হাসিব। ভোট গ্রহণ শেষে আজ সন্ধ্যায় ফলাফল ঘোষণা করা হয়। ঘোষিত ফলাফল অনুযায়ী, সভাপতি পদে ৪৪৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন নজরুল ইসলাম মিঠু। এছাড়া সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন ওসমান গনি বাবুল, যুগ্ম সম্পাদক পদে শাহনাজ শারমীন, অর্থ সম্পাদক পদে এস এম এ কালাম, সাংগঠনিক সম্পাদক পদে আবদুল্লাহ কাফি, দফতর সম্পাদক রফিক রাফি, নারী বিষয়ক সম্পাদক তাপসী রাবেয়া আঁখি, প্রচার ও প্রকাশনা সম্পাদক কামাল উদ্দিন সুমন, তথ্যপ্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক কামাল মোশারেফ (বিনা প্রতিদ্বন্দ্বতায় নির্বাচিত), ক্রীড়া সম্পাদক মাকসুদা লিসা, সাংস্কৃতিক সম্পাদক নাদিয়া শারমিন, আপ্যায়ন সম্পাদক মুহাম্মাদ আখতারুজ্জামান (বিনা প্রতিদ্বন্দ্বতায়), কল্যাণ সম্পাদক কামরুজ্জামান বাবলু নির্বাচিত হয়েছেন।

Advertisement