সুনামগঞ্জ থেকে সংবাদদাতা :: ডিজিটাল সিলেট বিভাগ সুনামগঞ্জ জেলার উদ্বোধন করেছেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। রবিবার (১ ডিসেম্বর) বিকালে জেলা শিল্পকলা একাডেমির হাসন রাজা মিলনায়তনে এক অনুষ্ঠানে জেলার ডিজিটাল কার্যক্রমের উদ্বোধন করেন তিনি।
এসময় তিনি সুনামগঞ্জে জেলার ৩৩৩ কল সেন্টারের মাধ্যমে অনলাই পর্চা, অনলাইন ডিলিং লাইসেন্স লাইসেন্স সিস্টেম ব্যবহার, ই-নামজারী কার্যক্রম, নগর কৃষি কার্যক্রম, এলএ মামলার ক্ষতিপুরণ কার্যক্রমসহ বিভিন্ন ডিজিটাল সেবাসহ হাওর কন্যা সুনামগঞ্জে ৩৩৩ সেবার উদ্বোধন করেন তিনি।
এসময় মন্ত্রী সরকারের উন্নয়নের বিভিন্ন দিক তুলে ধরে বলেন, দেখ এখন উন্নয়নের মহাসড়কে। ডিজিটাল সার্ভিসের মাধ্যমে মানুষ এখন ঘরে বসে সেবা পাবে। আর সেবা পেতে হয়রানির স্বীকার হতে হবে না। সুদ ,ঘোষ, দুর্নীতি, নারী নির্যাতন , ধর্ষণ, বাল্যবিবাহের তথ্য এখন কল সেন্টারের মাধ্যমে জানাতে পারবেন দেশের যেকোনো নাগরিক। জাতির জনক বঙ্গবন্ধু‘র কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতি আস্তা রাখুন দেশ দ্রুতই মধ্যম আয়ের দেশে উন্নীত হবে।
জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদের সভাপতিত্বে ও সহকারি কমিশনার মো. রিফাতুল হকের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন সুনামগঞ্জ-১ আসনে সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন, সুনামগঞ্জ-২ আসনের সংসদ সদস্য জয়া সেন গুপ্তা, সিলেট-সুনামগঞ্জ সংরক্ষিত আসনের সংসদ অ্যাড. শামীমা শাহরিয়ার, সিলেট বিভাগী কমিশনার মোস্তাফিজুর রহমান পিপিএম, পুলিশ সুপার মিজানুর রহমান, পৌর মেয়র নাদের বখত প্রমুখ।