ফ্রেংকি ডি জংয়ের একমাত্র গোলে রোববার লা লিগায় আলাভেসের বিপক্ষে ১-০ গোলে জয়ী হয়েছে বার্সেলোনা। এদিকে এলচের সাথে ঘরের মাঠে ২-২ গোলে ড্র করে পয়েন্ট হারিয়েছে টেবিলের শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদ।
মেন্ডিজোরোজাতে ৮৭ মিনিটে ডি জংয়ের গোলে বার্সেলোনার জয় নিশ্চিত হয়। পারফরমেন্সের দিক থেকে তেমন একটা ভাল কিছু না দেখালেও অন্তত মূল্যবান তিন পয়েন্ট তো সংগ্রহ করেছে কাতালান জায়ান্টরা। মৌসুমের এই পর্যায়ে এসে ক্লাবটির সামনে এখন শুধুই শীর্ষ চারের অবস্থান নিশ্চিত করার লক্ষ্য। এই জয় কিছুটা হলেও সেই স্বপ্ন পূরনে সহায়তা করবে। চতুর্থ স্থানে থাকা এ্যাথলেটিকো মাদ্রিদের থেকে এক পয়েন্ট পিছিয়ে বার্সেলোনা এখনো পঞ্চম স্থানেই রয়েছে। আগামী ৬ ফেব্রুয়ারি ক্যাম্প ন্যুতে এই দুই দল মোকাবেলা করবে।কাল ম্যাচ শেষে বার্সা কোচ জাভি হার্নান্দেজ বলেছেন, ‘রিয়াল মাদ্রিদের বিপক্ষে সুপার কাপের সেমিফাইনালে পরাজয়ের পরও আমরা সন্তুষ্ট ছিলাম। কিন্তু আজ জয়ী হয়েও আমরা মোটেই সন্তুষ্ট হতে পারিনি। এখনো আমরা লড়াইয়ে টিকে রয়েছি। এই ম্যাচের ফলাফল আমাদের সামনে এগিয়ে নিয়ে যাবে।’
এদিকে ড্র করায় দ্বিতীয় স্থানে থাকা সেভিয়ার থেকে ৬ পয়েন্টের ব্যবধানে এগিয়ে যাবার সুযোগ নষ্ট করেছে রিয়াল মাদ্রিদ। সান্তিয়াগো বার্নাব্যুর ম্যাচে কাল ফরাসি তারকা করিম বেনজেমা পেনাল্টি মিস করেছেন। এরপর দ্বিতীয়ার্ধে ইনজুরিতে পড়ে মাঠত্যাগে বাধ্য হয়েছে। ম্যাচ শেষে ১১ মিনিট আগ পর্যন্ত রিয়াল ২-০ ব্যবধানে পিছিয়ে ছিল। ৮৮ মিনিটে লুকা মড্রিচের পেনাল্টি এবং ৯২ মিনিটে এডার মিলিটাওয়ের হেডে রিয়ালের কোনমতে এক পয়েন্ট নিয়ে বাড়ি ফিরেছে। এর আগে ৪২ মিনিটে লুকাস বোয়ের পেনাল্টিতে এগিয়ে গিয়েছিল সফরকারী এলচে। ৭৬ মিনিটে পেরে মিলার গোলে ব্যবধান দ্বিগুন হলে পরাজয়ের শঙ্কায় পড়ে রিয়াল। এবারের লিগে ধুকতে থাকা এলচের বিপক্ষে রিয়ালের পরাজয়ে সবচেয়ে বেশী সুবিধা হতো সেভিয়াল। শনিবার সেল্টা ভিগোর বিপক্ষে তারাও ড্র করে পয়েন্ট হারিয়েছে। বর্তমানে রিয়ালের সাথে তাদের পয়েন্টের ব্যবধান চার। রিয়াল বস আনচেলত্তি বলেছেন, ‘ম্যাচটি প্রত্যাশামত হয়নি। আমরা দুই পয়েন্ট হারিয়েছি। এজন্য মোটেই খুশী হতে পারছিনা। কিন্তু সার্বিকভাবে দেখলে বোঝা যাবে আমরা ভাল অবস্থানেই রয়েছি। কোপা ডেল রে, চ্যাম্পিয়ন্স লিগের পর এখন আমরা লিগের শীর্ষে অবস্থান করছি।’তবে বেনজেমার ইনজুরি ম্যাচ শেষে রিয়ালের জন্য বড় দু:শ্চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে। দ্বিতীয়ার্ধে বাম হ্যামস্ট্রিংয়ে চোট পেয়ে মাঠ ছাড়তে বাধ্য হন এই ফ্রেঞ্চম্যান। মাদ্রিদ আশা করছে ইনজুরির মাত্রা ততটা গুরুতর নয়। তিন সপ্তাহের মধ্যে চ্যাম্পিয়ন্স লিগের প্রথম লেগে পিএসজির বিপক্ষে ম্যাচে তার ফিরে আসাটা জরুরী।
কাল মূল একাদশে খেলতে নেমেছিলেন এডেন হ্যাজার্ড। ৭৯ মিনিটে মাঠত্যাগের আগ পর্যন্ত নিজেকে ভালই প্রমান করে গেছেন এই বেলজিয়ান তারকা। প্রথমার্ধে মাদ্রিদ বেশ কিছু গোলের সুযোগ পেলেও তা কাজে লাগাতে পারেনি। সব মিলিয়ে অবশ্য পুরো ম্যাচেই মাদ্রিদের পারফরমেন্স স্বাগতিক সমর্থকদের শতভাগ সন্তুষ্ট করতে পারেনি। তারপরেও মৌসুমের মাঝামাঝিতে এসে ড্র’ই যথেষ্ঠ বলে ধরে নেয়া হচ্ছে। ৩৩ মিনিটে হেলিবেলটন পালাসিও ডি বক্সের মধ্যে ভিনিসিয়াস জুনিয়রকে ফাউল করলে পেনাল্টির নির্দেশ দেন রেফারি। কিন্তু বেনজেমার ভুলে এগিয়ে যাওয়া হয়নি স্বাগতিকদের। আর এই সুযোগে নিজেদের মেলে ধরে এলচে। ৪২ মিনিটে ইয়োহান মোয়িকার থ্রু বলে ফিডেলের ক্রসে বোয়ে দারুন ফিনিশিংয়ে এলচেকে এগিয়ে দেন। ৭৬ মিনিটে ডেভিড আলাবার কাছ থেকে বল ছিনিয়ে নিয়ে বোয়ে ডানদিক থেকে এগিয়ে আসার মিলার দিকে বাড়িয়ে দেন। কোনাকুনি শটে ব্যবধান দ্বিগুন করেন বোয়ে। ৮২ মিনিটে আলাবার ক্রস ডি বক্সের ভিতর মিলার হাতে লাগলে পেনাল্টি উপহার পায় মাদ্রিদ। স্পট কিক থেকে গোল করে মড্রিচ রিয়াল শিবিরে প্রাণ ফিরিয়ে আনেন। ৯২ মিনিটে ভিনিসিয়াসের ক্রসে মিলিটাও হেডের সাহায্যে গোল করে সমতা ফেরান। আলাভেসের মাঠে প্রথম গোলের সুযোগটি পেয়েছির স্বাগতিকরা। কিন্তু পেনে পোনসের প্রচেষ্টাটি দারুনভাবে রুখে দেন বার্সা গোলরক্ষক মার্ক-আন্দ্রে টার স্টেগান। লুক ডি জং বার্সার হয়ে একটি সুযোগ নষ্ট করার পর জোসেলুর হেড আলাভেসকে এগিয়ে দিতে পারেনি। ৮৭ মিনিটে আর কোন ভুল করেননি ডি জং। ফেরান টোরেসের সহায়তায় ডাচ এই মিডফিল্ডার বার্সেলোনাকে স্বস্তির জয় উপহার দেন।