ডেঙ্গুতে রেকর্ড ৩৬০ জন আক্রান্ত

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত এক দিনে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন অন্তত ৩৬০ জন। এডিস মশাবাহিত এ রোগে আরও একজনের মৃত্যু হয়েছে এই সময়ে।স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, চলতি বছর এই প্রথমবার এক দিনে হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা সাড়ে ৩০০ ছাড়াল।

আজ রোববার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সী অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।এতে বলা হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ১ হাজার ১২৮ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছে।গত ২৪ ঘণ্টায় রাজধানী ঢাকায় ২৩৯ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে। আর ঢাকার বাইরের হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত ভর্তি রোগীর সংখ্যা ১২১ জন।চলতি বছরের এ পর্যন্ত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছে ৩৩ জন। এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে সারাদেশে ৮ হাজার ৭৫০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে ঢাকায় ভর্তি রোগী ৭ হাজার ৭১ জন, আর ঢাকার বাইরে ১ হাজার ৬৭৯ জন। অন্যদিকে, ছাড়প্রাপ্ত রোগী ছিল ৭ হাজার ৫৮৯ জন। এর মধ্যে ঢাকায় ৬ হাজার ১৬৫ জন এবং ঢাকার বাইরে বিভিন্ন স্থানে ১ হাজার ৪২৪ জন।

Advertisement