ডোমারে কাভার্ড ভ্যানের ধাক্কায় ভ্যানচালকসহ নিহত ২

ব্রিট বাংলা ডেস্ক :: ‍নীলফামারীর ডোমারে কাভার্ড ভ্যানের ধাক্কায় ভ্যানচালকসহ দুজন নিহত হয়েছেন। গতকাল শনিবার রাত ৮টায় ডোমার-নীলফামারী সড়কের ধরনীগঞ্জের কালিতলা নামক এলাকায় ঘটনাটি ঘটে। এ ঘটনায় ঘাতক কাভার্ড ভ্যানসহ চালক ও হেলপারকে আটক করেছে পুলিশ।

নিহতরা হলেন-হরিণচড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের শালমারা স্কুল এ্যান্ড কলেজের নৈশ প্রহরী (অবঃ) মোঃ আজিজার রহমান এবং সোনারায় ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের জামিরবাড়ী গ্রামের ভ্যানচালক সাইফুল ইসলাম (৪৫)।

এ বিষয়ে উপজেলার হরিণচড়া ইউনিয়নের ইউপি চেয়ারম্যান মোঃ আজিজুল ইসলাম জানান, কার্ভাড ভ্যানটি (চট্র মেট্রো -শ ১১-০৪-১২) নীলফামারী থেকে ডোমারের দিকে যাওয়ার পথে নীলফামারীমুখী ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুজন মারা যায়। একজন আহত হয়। নিহতদের মধ্যে একজনের বাড়ি আমার ইউনিয়নের শালমারা। অপরজনের বাড়ি সোনারায় ইউনিয়নে।

এ ব্যাপারে ডোমার থানার অফিসার ইনচার্জ মোঃ মোস্তাফিজার রহমান জানান, কাভার্ড ভ্যানটিসহ ড্রাইভার ও হেলপারকে আটক করা হয়েছে।

Advertisement