বিশিষ্ট শিক্ষাবিদ, শিক্ষক ও লেখক ড. মুহাম্মদ আব্দুল বারী রচিত “অ্যাড্রেসিং অ্যাডোলেসেন্স : অ্যা গাইড টু প্যারেন্টিং ইন ইসলাম ২০১১” এবং চেয়ারিশিং চাইল্ডহুড : অ্যা গাইড টু প্যারেন্টিং ইন ইসলাম ২০১৫” বই দুটোর বঙ্গানুবাদ বেরিয়েছে । “মুসলিম প্যারেন্টিং : সন্তান প্রতিপালন গাইড” নামে প্রকাশিত বইটি গার্ডিয়ান পাবলিকেশন্স প্রকাশ করেছে।এটি তাঁর ১২তম গ্রন্থ।
রকমারি ডটকমসহ বাংলাদেশের বিভিন্ন অনলাইন সাইট ও লাইব্রেরীতে বইটি পাওয়া যাচ্ছে। তাছাড়া পূর্ব লন্ডনের গ্রিনফিল্ড রোডের ‘আল মানার ইসলামিক স্টোরে’ শীঘ্রই বইটি পাওয়া যাবে । বাংলাদেশী কমিউনিটিতে সন্তান লালন-পালন নিয়ে যারা দুশ্চিন্তায় রয়েছেন তাঁদেরকে সঠিক দিকনির্দেশনা দিতে বইটি গুরুত্বপুর্ণ ভুমিকা রাখবে বলে আশা করা যাচ্ছে । সংবাদ বিজ্ঞপ্তি
Advertisement