রাজধানীর নিউমার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে এখনও ধোঁয়ায় আচ্ছন্ন রয়েছে নিউমার্কেট এলাকা। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ২৮টি ইউনিট।আজ ১৫ এপ্রিল শনিবার ভোরে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ভোর ৬টার দিকে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিস। টানা ৩ ঘণ্টা ধরে চেষ্টা করার পরও আগুন নিয়ন্ত্রণে আনতে পারেনি ফায়ার সার্ভিস। আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ছে চারিদিকে।আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সাথে যুক্ত হয়েছে পুলিশ, র্যাব, সেনাবহিনী, বিমানবাহিনী, নৌ বাহিনীসহ বিজিবির ১২টি প্লাটুন। তবে ঘটনাস্থলে সাধারণ মানুষের ভিড়ের কারণে অগ্নিনির্বাপণ কাজ বাধাগ্রস্থ হচ্ছে বলে জানা গেছে। অবশ্য তাদের মধ্যে অনেকেই উদ্ধার কাজে সাহায্য করছে।নিউমার্কেট এলাকায় দেখা যায়, আশেপাশের অন্যান্য দোকান থেকে তাদের মালামাল সরিয়ে ফেলছেন লোকজন। নিজেদের মালামাল নিরাপদ স্থানে সরিয়ে ফেলার জন্য জীবনের ঝুঁকি নিয়ে অনেকেই তাদের দোকান ও গুদামে প্রবেশ করছেন।এই অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।
ঢাকার নিউমার্কেটে আগুন
Advertisement