ঢাকায় পাকিস্তান ক্রিকেট দল

টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হারের পর আর দেশে ফেরেনি পাকিস্তান। সেখান থেকে সরাসরি বাংলাদেশে এসেছে দলটি।শনিবার সকাল ৮টা ১০ মিনিটে এমিরেটসের ইকে-৫৮২ ফ্লাইটে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামে পাকিস্তান ক্রিকেট দল।দুবাই থেকে রাত ১টায় বাংলাদেশের উদ্দেশে রওনা হয়েছিল দলটি।এই সফরে বাংলাদেশের সঙ্গে তিনটি টি-টোয়েন্টি ও দুটি টেস্ট খেলার কথা রয়েছে বাবর আজমদের। এর আগে ২০১৫ সালে ঢাকায় এসেছিল দলটি।সে সময় ওয়ানডে সিরিজে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হয় পাকিস্তান। পরে একমাত্র টি-টোয়েন্টিতেও হারে দলটি। অবশ্য একটি টেস্ট জিতে দুই ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে জিতেছিল পাকিস্তান।ঢাকায় এসে দলটি উঠেছে হোটেল সোনারগাঁয়ে। সেখানে দুই দিনের কোয়ারেন্টিনে থাকার কথা পাকিস্তান দলের ক্রিকেটার, সাপোর্ট স্টাফ ও টিম ম্যানেজমেন্টের সদস্যদের।এই দলের সঙ্গে শনিবার অবশ্য বাংলাদেশে আসেননি অধিনায়ক বাবর আজম ও শোয়েব মালিক। পাকিস্তান ক্রিকেট বোর্ডের থেকে তারা চার দিনের ছুটি নিয়েছেন। সেই ছুটি শেষে ১৬ নভেম্বর ঢাকায় আসবেন তারা।কোয়ারেন্টিন শেষ করে ১৬, ১৭ ও ১৮ নভেম্বর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলন করবে রিজওয়ান-বাবর আজমরা।

Advertisement