ব্রিট বাংলা ডেস্ক :: আজ (বৃহস্পতিবার) বাংলাদেশ সময় ভোর ৫টায় ঢাকায় পা রাখেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। যদিও তার আসার কথা ছিল বুধবার সন্ধ্যায়। ৪৯ বছর বয়সী ইনফান্তিনোকে বিমানবন্দরে স্বাগত জানান বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন, সহ-সভাপতি কাজী নাবিল আহমেদ ও ফিফা কাউন্সিলর সদস্য মাহফুজা আক্তার কিরণ। বাংলাদেশে পা রেখে ইনফান্তিনো বলেন, ‘সবাইকে শুভ সকাল, বাংলাদেশে আসতে পেরে আমি খুব আনন্দিত। ফিফা প্রেসিডেন্ট হিসেবে বলতে হচ্ছে, বাংলাদেশ আজ বিশ্ব ফুটবলের রাজধানী। কারণ ফিফা প্রেসিডেন্ট এখানে। এখানে ফুটবল নিয়ে এবং খেলাটির উন্নয়ন নিয়ে আলোচনা হবে।’
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন ফিফা সভাপতি। তিনি বলেন, ‘প্রেসিডেন্ট (বাফুফে) কাজী সালাউদ্দিন ও ফিফার কাউন্সিলর সদস্য মাহফুজা আক্তার কিরণ এখানে আছেন।
আশা করি আমরা একসঙ্গে ভালো কিছু করতে পারবো। এজন্যই আমি এখানে এসেছি।’
ইনফান্তিনো অল্প সময় নিয়ে বাংলাদেশে এসেছেন। বিকাল পাঁচটায় লাওসের উদ্দেশে রওয়ানা হওয়ার আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাত করেন ইনফান্তিনো। বাংলাদেশ থেকে ভালো কিছু নিয়ে ফেরার আশা ফিফা সভাপতির। তিনি বলেন, আমি খুবই আশাবাদী যে ভালো স্মৃতি নিয়ে ফিরতে পারবো এখান থেকে। আবহাওয়া দারুণ। অভ্যর্থনাও পেয়েছি চমৎকার।