ঢাকায় পৌঁছেছে মডার্নার টিকা

বৃহস্পতিবার (১ জুলাই) এক ভিডিও বার্তায় স্বাস্থ্যমন্ত্রী এ তথ্য জানান।তিনি বলেন,অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি শুক্রবার (২ জুলাই) রাত সাড়ে ১১টায় মডার্নার ১২ লাখ টিকা এবং রাত সাড়ে ১২ টার দিকে সিনোফার্মের ১১ লাখ টিকা দেশে এসে পৌঁছাবে।মডার্না ও সিনোফার্মের টিকা গ্রহণের জন্য তিনি নিজেও বিমানবন্দরে উপস্থিত থাকবেন স্বাস্থ্যমন্ত্রী। এ বিষয়ে তিনি বলেন,টিকা নিয়ে কয়েক মাস ধরে যে সংকট চলছিল তা দূর হতে যাচ্ছে।

Advertisement