কলকাতার জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী এখন ঢাকায়। শাপলা মিডিয়া প্রযোজিত ‘বিক্ষোভ’ ছবির শুটিং করতেই গতকাল রাতে বাংলাদেশে এসেছেন এ নায়িকা। আজ গাজীপুরে ছবিটির শুটিংয়ে অংশ নেবেন তিনি। চলতি মাসের শুরুর দিকে ছবিটির শুটিং শুরু হয় কলকাতায়। এটি পরিচালনা করছেন শামীম আহমেদ রনি। ছবিটিতে শ্রাবন্তী ছাড়াও অভিনয় করছেন শান্ত খান, বলিউডের রাহুল দেব প্রমুখ। এতে একটি আইটেম গানে পারফর্ম করবেন সানি লিওন। উল্লেখ্য, সর্বশেষ তাকে বাংলাদেশের ‘যদি একদিন’ সিনেমায় দেখা গেছে। মোহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত এ ছবিতে তিনি তাহসানের বিপরীতে অভিনয় করেন।
Advertisement