ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল খুলে দেয়ার পক্ষে শিক্ষক সমিতি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল স্বাস্থ্য বিধি মেনে খুলে স্বশরীরে শিক্ষার্থীদের পরীক্ষা নেওয়ার পক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।বৃহস্পতিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির কার্যনির্বাহী পরিষদের এক সভায় বিষয়টি নিয়ে আলোচনা হয় । একইসঙ্গে আগামী রোববার বিষয়টি নিয়ে তারা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের কাছে চিঠি দিবে বলে জানা গেছে।শিক্ষক সমিতির সভাপতি ও আইন অনুষদের ডিন অধ্যাপক ড. রহমত উল্লাহ বলেন, স্বাস্থ্যবিধি মেনে জুন মাসের ১৫ তারিখের মধ্যে স্বাস্থ্য বিধি মেনে হল খুলে পর্যায়ক্রমে স্বশরীরে শিক্ষার্থীদের পরীক্ষা যাতে নেওয়া হয় তার উপাচার্যের সাথে দেখা করব। একইসঙ্গে বিশ্ববিদ্যালয় বন্ধের সরকারের সিদ্ধান্তকে পুনর্বিবেচনা করার জন্য উপাচার্য যাতে সরকারের সঙ্গে যোগাযোগ করে তার অনুরোধ করব।

Advertisement