ঢাকা-১৪: আগা খান বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী

ঢাকা-১৪ আসনের উপনির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থী আগা খান মিন্টু বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন। শুক্রবার (২৫ জুন) রিটার্নিং কর্মকর্তা ও ঢাকা আঞ্চলিক কর্মকর্তা মাহফুজা আক্তার আগা খানকে বিজয়ী ঘোষণা করে গণবিজ্ঞপ্তি জারি করেছেন।আওয়ামী লীগের সংসদ সদস্য আসলামুল হকের মৃত্যুতে শূন্য আসনটিতে ২৮ জুলাই ভোট হওয়ার কথা ছিল। উপনির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল ১৫ জুন। মনোনয়নপত্র বাছাই হয়েছে ১৭ জুন। আর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ছিল বুধবার (২৩ জুন)। প্রত্যাহারের শেষ দিনে ওই আসনে তিন জন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করায় একক প্রার্থী হিসেবে কেবল আগা খান বহাল থাকেন।শেষ দিনে মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন জাতীয় পার্টির মোস্তাকুর রহমান, বিএনএফের কেওয়াইএম কামরুল ইসলাম ও জাসদের আবু হানিফ। ফলে এ আসনের আর ভোটের প্রয়োজন পড়েনি।

Advertisement