ব্রিট বাংলা ডেস্ক :: ভারতের নাগরিকত্ব বিলের প্রতিবাদে শিক্ষার্থীদের আন্দোলনে সংহতি জানিয়ে ঢাকা সমাবেশে হামলা করেছে মুক্তিযুদ্ধ মঞ্চের কর্মীরা। বিকাল চারটায় এ সমাবেশের বভল দেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের ভিপি নুরুল হক নূর। পূর্ব ঘোষণা অনুযায়ি বিকাল চারটায় রাজু ভাস্কর্য এলাকায় শিক্ষার্থীরা জড়ো হলে মুক্তিযুদ্ধের মঞ্চের কয়েকজন নেতাকর্মী তাদের সঙ্গে বিতন্ডায় জড়ান। তারা বলেন, ভিপি নুর দুর্নীতিগ্রস্ত। তাকে বিশ্ববিদ্যালয় এলাকায় সমাবেশ করতে দেয়া হবে না। কথা কাটাকাটির এক পর্যায়ে তারা হামলা চালায়। এসময় সমাবেশে আসা ৫ জন আহত হন। তাদের চিকিৎসার জন্য হাসপাতালে নেয়া হয়।
এদিকে মুক্তিযুদ্ধ মঞ্চের পক্ষ থেকে দাবি করা হয় তাদের কয়েকজন কর্মী আহত হয়েছেন।
Advertisement