ব্রিট বাংলা ডেস্ক :: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মধুর ক্যান্টিনের সামনে তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রবিবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে পর পর তিনটি ককটেল বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণগুলো হয় প্রায় একই জায়গায় হয়।পরে ঘটনাস্থলে কালো টেপ মোড়ানো ছিন্নভিন্ন কিছু টুকরো পাওয়া যায়।
নিউ মার্কেট ফাঁড়ি পুলিশের এসআই মোহাম্মদ রইচ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন জানিয়েছেন, ককটেল বিস্ফোরণে কেউ হতাহত হননি।
Advertisement