ব্রিট বাংলা ডেস্ক :: ঢাকা-১৮ ও সিরাজগঞ্জ-১ আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। তফসিল অনুযায়ী আগামী ১২ নভেম্বর উপনির্বাচন অনুষ্ঠিত হবে।
আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে ইসি সচিব মো. আলমগীর গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সিরাজগঞ্জ-১ ও ঢাকা-১৮ এর উপনির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিক হবে আগামী ১২ নভেম্বর।
সাহারা খাতুনের মৃত্যুতে ৯ জুলাই ঢাকা-১৮ আসন শূন্য ঘোষণা করা হয়।
মোহাম্মদ নাসিমের মৃত্যুর পর গত ১৩ জুন সিরাজগঞ্জ-১ আসনটি শূন্য হয়। শূন্য হওয়ার পর ৯০ দিন পূর্ণ হয় ১০ সেপ্টেম্বর। আর পরবর্তী ৯০ দিন শেষ হবে আগামী ৯ ডিসেম্বর। এছাড়া ঢাকা-১৮ আসন শূন্য হয় গত ৯ জুলাই। শূন্য হওয়ার ৯০ দিন পূর্ণ হবে ৬ অক্টোবর। আর পরবর্তী ৯০ দিন শেষ হবে ২০২১ সালের ১৪ জানুয়ারি।
Advertisement