তাইওয়ানের একটি আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় কমপক্ষে ৪৬ জনের প্রাণহানি ঘটেছে। এতে আহত হয়েছেন আরও কিছু লোক। যদিও প্রাথমিকভাবে ২৫ জনের মৃত্যুর খবর জানিয়েছিল কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (১৪ অক্টোবর) স্থানীয় সময় ভোরে দেশটির দক্ষিণাঞ্চলীয় কাওহসিয়ুং এলাকার ভবনটিতে আগুন ছড়িয়ে পড়লে হতাহতের ঘটনাটি ঘটে।প্রতিবেদন প্রকাশের মাধ্যমে মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট ও রুশ মিডিয়া স্পুটনিক নিউজ জানিয়েছে, তাইওয়ানের দক্ষিণাঞ্চলীয় কাওহসিয়ুং এলাকার ওই বহুতল ভবনটি আবাসিক ও বাণিজ্যিক কাজে ব্যবহৃত হতো।
স্থানীয় গণমাধ্যম ফোকাস তাইওয়ানের তথ্য অনুযায়ী, ঘটনার দিন স্থানীয় সময় ভোর তিনটার দিকে ১৩তলা বিশিষ্ট ওই ভবনে আগুন ছড়িয়ে পড়লে কমপক্ষে ৪৬ জন নিহত হন। ভয়াবহ এ ঘটনায় আহত হয়েছেন আরও অর্ধশতাধিক লোক। এছাড়া আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে দেড় শতাধিক অগ্নিনির্বাপণ কর্মী পাঠানো হয়েছে।প্রাথমিকভাবে পাওয়া তথ্যে জানানো হয়, বৃহস্পতিবার রাতে কাওহসিয়ুং এলাকার ওই বহুতল ভবনটির দ্বিতীয় তলায় সর্বপ্রথম আগুনের সূত্রপাত হয়। এরপর সেটি পুরো ভবনে ছড়িয়ে পড়ে।কয়েকটি রিপোর্টের বরাতে স্পুটনিক নিউজ জানায়, ভবনের সপ্তম থেকে ১১তলা পর্যন্ত আবাসিক অ্যাপার্টমেন্টে মূলত নিম্নআয়ের বিভিন্ন পরিবার বসবাস করতেন। এছাড়া ভবনটিতে মোট ১০০ জনের বেশি মানুষ বসবাস করছিলেন। তাদের মধ্যে অনেকেই বয়স্ক নাগরিক।উল্লেখ্য, অগ্নিকাণ্ডের কারণ এখন পর্যন্ত জানা যায়নি। কিন্তু প্রত্যক্ষদর্শীরা তাইওয়ানের মিডিয়াকে জানিয়েছেন, ভোর রাত ৩টার দিকে তারা ভবনটিতে একটি বিস্ফোরণের শব্দ শুনতে পেয়েছেন।