তাইওয়ান প্রণালীতে গোলাবর্ষণ মহড়া চালাবে চীন

ব্রিট বাংলা ডেস্ক : যুক্তরাষ্ট্র ও তাইওয়ানকে কড়া বার্তা দিচ্ছে চীন। দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং তাইওয়ান প্রণালীতে বুধবার গোলাবর্ষণ মহড়ার নির্দেশ দিয়েছেন। তাইওয়ানের সঙ্গে মার্কিন সম্পর্ককে চ্যালেঞ্জ জানাতেই প্রেসিডেন্ট শি জিনপিং এই নির্দেশ দিয়েছেন বলে ধারনা করা হচ্ছে।

চীনের নৌবাহিনী গোলাবর্ষণ মহড়া চালাবে। নিয়মিত সামরিক অঞ্চলে এই মহড়ার পরিকল্পনার কথা জানিয়ে তাইওয়ানের সামরিক বাহিনীর এক বিবৃতিতে নিজেদের জনগণকে শান্ত থাকার আহ্বান জানানো হয়েছে।

২০১৫ সালের সেপ্টেম্বরে তাইওয়ানের প্রেসিডেন্ট নির্বাচনের পর প্রথমবারের মতো গোলাবর্ষণের এই মহড়া আয়োজন করতে যাচ্ছে বেইজিং। – সিএনএন

Advertisement