মাঘের শেষ সময়ে এসে আবারও বৃষ্টির দেখা মিলল। ঢাকার আকাশ মেঘে গুমোট হয়ে থাকলেও দেশের বিভিন্ন স্থানে ইতোমধ্যেই বৃষ্টি শুরু হয়েছে। আবহাওয়াবিদরা জানিয়েছেন, বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যা অব্দি এই মেঘ-বৃষ্টি থাকতে পারে। এরপর শুক্রবার (১১ ফেব্রুয়ারি) থেকে ফের তাপমাত্রা কমে বাড়তে পারে শীত। এমনকি কোথাও কোথাও হতে পারে শৈত্যপ্রবাহ।বৃহস্পতিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সৈয়দপুরে ১০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ১৩ দশমিক ৮ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বেড়ে হয়েছে ১৬ দশমিক ৮।
আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম জানান, আজ সারাদেশেই বৃষ্টি হতে পারে। তবে তুলনামূলকভাবে রাজশাহী, খুলনা, ঢাকা, ময়মনসিংহ ও সিলেটে বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে মেঘ-বৃষ্টির এই অবস্থা সন্ধ্যার মধ্যেই কেটে যেতে পারে।তিনি বলেন, ঢাকার আকাশ সারাদিনই মেঘলা থাকতে পারে, দিনের যে কোনো সময় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। সন্ধ্যার দিকে আবহাওয়ার উন্নতি হতে পারে।তিনি আরও বলেন, কাল বা পরশু নাগাদ আবার শৈত্যপ্রবাহ দেখা দিতে পারে।বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের দেওয়া তথ্য অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টায় দেশের উত্তর-পশ্চিমাঞ্চলের রাতের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এবং তা দেশের অন্যত্র সামান্য কমতে পারে। এছাড়া সারাদেশের দিনের তাপমাত্রা কমতে পারে ২-৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত।