শ্রীলংকার বিপক্ষে চট্টগ্রাম টেস্টে সেঞ্চুরি করলেন বাংলাদেশের ড্যাশিং ওপেনার তামিম ইকবাল। তার সেঞ্চুরিতে ৭২ ওভারে ৩ উইকেটে ২২০ রান তুলে তৃতীয় দিনের চা-বিরতিতে গেল বাংলাদেশ। এখনো ১৭৭ রানে পিছিয়ে টাইগাররা। প্রথম ইনিংসে ৩৯৭ রান করেছিলো শ্রীলংকা।টেস্ট ক্যারিয়ারের ১০ম সেঞ্চুরি তুলে ১৩৩ রানে অপরাজিত আছেন তামিম।চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে দ্বিতীয় দিন শেষে বিনা উইকেটে ৭৬ রান করেছিলো বাংলাদেশ। জয় ৩১ ও তামিম ৩৫ রানে অপরাজিত ছিলেন।আজ তৃতীয় দিন জয়ের সাথে ১৬২ রানের উদ্বোধনী জুটি গড়েন তামিম। জয় ৫৮ রানে আউট হন। এরপর মিডল-অর্ডারে দ্রুত ফিরেন নাজমুল হোসেন শান্ত ও অধিনায়ক মোমিনুল হক। দু’জনই ২ রান করে আউট হন।১৬২ বলে সেঞ্চুরির স্বাদ নেন তামিম। তার সাথে ১৪ রানে অপরাজিত আছেন মুশফিকুর রহিম।
Advertisement