তারেক রহমানের দিকে নিদের্শনা নিয়ে দেশে ফিরলেন মির্জা ফখরুল (ভিডিওসহ)

ব্রিটবাংলা রিপোর্ট : সরকার বিরোধী আন্দোলনের নতুন পরিকল্পনা করতে লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দিক নির্দেশনা নিয়ে গেলেন মহাসচীব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার লন্ডনে এক ইফতার পার্টিতে বক্তব্য রাখেন এই দুই নেতা। এ সময় মির্জা ফখরুল বলেন, দেশ এখন ক্রান্তিকাল অতিক্রম করছে। এই সময়ে শুধু দল নয়, দেশের ১৮ কোটি মানুষ তাকিয়ে আছে তারেক রহমানের দিকে।


মিজা ফখরুল বলেন, দেশ এখন চরম কঠিন দিন চলছে। ভয়ভীতি আর ত্রাস সমাজকে গ্রাস করছে। তার দলের আসামী হচ্ছেন ১৮ লাখ, খুন হয়েছেন ১০ হাজার আর গুম ৫শ। মিডিয়ারও পুরোপুরি নিয়ন্ত্রন নিয়ে নিয়েছে সরকার।

ইউকে বিএনপির প্রেসিডেন্ট এম এ মালিকের সভাপতিত্বে এবং সেক্রেটারী এম কয়সর আহমদের পরিচানায় এতে বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ অংশ নেন।

বিএনপির মহাসচিব আরো বলেন, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া হচ্ছেন গণতন্ত্রের মা-দেশের জন্যই তিনি হারিয়েছেন স্বামী শহীদ প্রেসিডেন্ট জিয়াকে, হারিয়েছেন ছোট ছেলেকে আর বড় ছেলে আছেন নির্বাসিত। নিজে আছেন পরিত্যক্ত বাড়িতে বিচ্ছিন্ন জেলে-যেনো তারা চায়- চরম অসুস্থ নেত্রির জীবনাবসন এখানেই হোক।

দেশের পরিস্থিতি বর্ননা করে মির্জা ফখরুল আরো বলেন, তারেক রহমানের কাছ থেকে নির্দেশনা নিতেই তার আসা। যিনি সত্যিকারের মুক্তির পতাকা উড়াবেন।

অনুষ্ঠানে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, পরিস্থিতির আলোকে বড় দলে কিছু ভিন্নমত থাকতে পারে, কিন্তু দেশের অর্থনীতি, বিচার ও নির্বাচন ব্যবস্থা সবই যে ধ্বস করা হচ্ছে-তাতে কোনো দ্বিমত নেই। তারেক রহমান বৃহত্তর ঐক্যের ওপর জোর দেন।

উল্লেখ্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর গত শুক্রবার লন্ডনে এসেছিলেন। সোমবার তিনি বাংলাদেশে চলে গেছেন।

Advertisement