তিন দফায় লকডাউন শিথিলের পথে যাবে ব্রিটেন

ব্রিটবাংলা ডেস্ক : সোমবার থেকে তিন দফায় ইংল্যান্ডের লকডাউন শিথিলের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী বরিস জনসন। রোববার এক ভাষণে এ কথা জানিয়েছেন তিনি। দ্বিতীয় দফায় জুন থেকে চালু হবে স্কুল এবং জুলাই থেকে হসপিটালিটি সেক্টর খুলে দেওয়া হবে বলে জানান প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী বলেছেন, নির্মান এবং উৎপাদন খাতে যারা কাজ করেন, তাদের যদি ঘরে বসে কাজের সুযোগ না থাকে তাহলে তারা সোমবার থেকেই কাজে যেতে পারবেন। তবে তাদেরকে সামাজিক দুরত্ব বজায় রাখতে হবে এবং পাবলিক ট্রান্সপোর্ট এড়িয়ে চলতে হবে। এছাড়া আগামি বুধবার থেকে ব্যায়াম করার জন্যে একাধিকবার ঘর থেকে বের হতে পারবেন এবং এক এলাকা থেকে অন্য এলাকায় গিয়েও ব্যায়াম করতে পারবেন। তবে পরিবারের কোনো সদস্য ছাড়া সবাইকে সামাজিক দুরত্ব বজায় রাখতে হবে।

পূর্বে রেকর্ডকৃত বক্তব্যে প্রধানমন্ত্রী বলেছেন, দ্বিতীয় ধাপে আগামী জুন মাসে আরো কিছুটা শিথিল করা হবে লকডাউন। পহেলা জুন থেকে ইয়ার ওয়ান থেকে ইয়ার সিক্সের জন্যে স্কুল খুলে দেওয়া হবে। আর করোনায় আক্রান্ত এবং মৃতের সংখ্যা কমে আসলে জুলাই থেকে তৃতীয় ধাপে দেশের হসপিটালিটি সেক্টরসহ অন্যান্য দোকানপাট এবং অফিস আদালত পুরোপুরি খুলে দেওয়া হবে।

গত ২৩শে মার্চ থেকে ইংল্যান্ড লকডাউনে আছে। করোনা ভাইরাসে এ পর্যন্ত ইংল্যান্ডের অন্তত ৩২ হাজার মানুষের মৃত্যু হয়েছে।

এদিকে লেবার লিডার স্যার কিয়ার স্টারমার প্রধানমন্ত্রী এই ভাষনের সমালোচনা করে বলেছেন, লকডাউনের সর্বশেষ পরিস্থিতি নিয়ে রোববার ভাষনে আপডেট দিবেন বলে প্রচার করা হচ্ছিল। কিন্তু বাস্তবে দেখা গেছে, প্রধানমন্ত্রীর ভাষণে লকডাউনের সর্বশেষ পরিস্থিতি বা সরকারের এক্সিট প্লান নিয়ে উত্তরের চাইতে বিভিন্ন ধরনের প্রশ্নের জন্ম দিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি সোমবার থেকে মিলিয়ন মানুষকে কাজে পালাচ্ছেন আবার বলছেন পাবলিক ট্রান্সপোর্ট এড়িয়ে চলার জন্য। এরা কিভাবে কাজে যাবে তার সঠিক ব্যাখ্যা প্রধানমন্ত্রী ভাষণে দেননি বলেও মন্তব্য করেন স্যার স্টারমার।

Advertisement