তিন সিটি নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দিতে প্রাক্তন ছাত্রলীগ নেতাদের আহ্বান

সিলেট সিটি করপোরেশন নির্বাচনে বদর উদ্দিন আহমদ কামরানের সমর্থ️নে পূর্ব️ লন্ডনে প্রাক্তন ছাত্রলীগ নেতা কর্মীদের এক সভা হয়েছে।  বৃহত্তর সিলেট ছাত্রলীগের প্রাক্তন নেতা কর্মীদের পূনর্মি️লনী ও আলোচনা সভা বৃহস্পতিবার পূর্ব️লন্ডনে নিজস্ব কার্যালয়ে অনুীষ্ঠত হয়।
পূনর্মী️লনী কমিটির আহবায়ক ফয়জুল ইসলাম লস্করের সভাপতিত্বে ও সদস্য সচীব খসরুজ্জামান খসরুর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন সিনিয়র যুগ্ম আহবায়ক সিরাজ উদ্দিন আহমেদ ফরহাদ, এডভোকেট শাহ্ ফারূখ অহমেদ, আনসারুল হক , অলিমুজ্জামান, ইউনুস আলী, জামাল খান, যুগ্ম সচীব সৈয়দ আব্দুল মুসিম, মকসুদ রহমানসহ আরো অনেকে।
বাংলাদেশ ছাত্রলীগ (বৃহত্তর সিলেট)প্রাক্তন নেতা কর্মীদের আন্তর্জাতিক পূনর্মি️লনী কমিটির পক্ষ থেকে বরিশাল, রাজশাহী ও সিলেট সিটি করপোরেশন নির্বাচনে দলীয় সভানেত্রী ও প্রধানমন্ত্রী হাসিনা কর্তৃক মনোনীত নৌকা প্রতীকের প্রার্থীদের পক্ষে দেশে অবস্থানরত সাবেক ও বর্ত️মান ছাত্রলীগের নেতা কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করে বিজয় সুনিশ্চত করার আহবান জানানো হয়েছে।

Advertisement