সিলেট সিটি করপোরেশন নির্বাচনে বদর উদ্দিন আহমদ কামরানের সমর্থ️নে পূর্ব️ লন্ডনে প্রাক্তন ছাত্রলীগ নেতা কর্মীদের এক সভা হয়েছে। বৃহত্তর সিলেট ছাত্রলীগের প্রাক্তন নেতা কর্মীদের পূনর্মি️লনী ও আলোচনা সভা বৃহস্পতিবার পূর্ব️লন্ডনে নিজস্ব কার্যালয়ে অনুীষ্ঠত হয়।
পূনর্মী️লনী কমিটির আহবায়ক ফয়জুল ইসলাম লস্করের সভাপতিত্বে ও সদস্য সচীব খসরুজ্জামান খসরুর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন সিনিয়র যুগ্ম আহবায়ক সিরাজ উদ্দিন আহমেদ ফরহাদ, এডভোকেট শাহ্ ফারূখ অহমেদ, আনসারুল হক , অলিমুজ্জামান, ইউনুস আলী, জামাল খান, যুগ্ম সচীব সৈয়দ আব্দুল মুসিম, মকসুদ রহমানসহ আরো অনেকে।
বাংলাদেশ ছাত্রলীগ (বৃহত্তর সিলেট)প্রাক্তন নেতা কর্মীদের আন্তর্জাতিক পূনর্মি️লনী কমিটির পক্ষ থেকে বরিশাল, রাজশাহী ও সিলেট সিটি করপোরেশন নির্বাচনে দলীয় সভানেত্রী ও প্রধানমন্ত্রী হাসিনা কর্তৃক মনোনীত নৌকা প্রতীকের প্রার্থীদের পক্ষে দেশে অবস্থানরত সাবেক ও বর্ত️মান ছাত্রলীগের নেতা কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করে বিজয় সুনিশ্চত করার আহবান জানানো হয়েছে।
তিন সিটি নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দিতে প্রাক্তন ছাত্রলীগ নেতাদের আহ্বান
Advertisement