তৃতীয় বিভাগের দলকে হারাতে ঘাম ছুটে গেল বার্সেলোনার

ব্রিট বাংলা ডেস্ক :: তৃতীয় বিভাগের লীগের দল ইউনিয়ন দেপোর্তিভো ইবিজা। তাদেরকে হারাতে কালঘাম ছুটে গেল বার্সেলোনার। গতকাল (বুধবার) ইবিজার বিপক্ষে কোপা দেল রে’র রাউন্ড -৩২’র ম্যাচে নবম মিনিটেই গোল হজম করে বসে বার্সা। আঁতোয়ান গ্রিজম্যানের কল্যাণে ৭২তম মিনিটে সেই গোল শোধ করে কাতালান জায়ান্টরা। এরপর ইনজুরি টাইমে গ্রিজম্যানের দ্বিতীয় গোলে নিশ্চিত হয় কষ্টার্জিত জয়।

লিওনেল মেসিসহ মূল দলের অনেকেই বিশ্রামে ছিলেন এ ম্যাচে। তাই বলে তৃতীয় বিভাগের একটা দলকে হারাতে এত কষ্ট করতে হবে, তা মানতে পারছেন না বার্সেলোনার নতুন কোচ কিকে সেতিয়েন। ম্যাচের পর তিনি বলেন, ‘দলের খেলা আমার পছন্দ হয়নি, বিশেষ করে প্রথমার্ধে। তবে আমি বুঝতে পারছি কৃত্তিম ঘাস ও ওদের আক্রমণত্মক ফুটবল ম্যাচটা কঠিন করে তুলেছিল।’

বার্সার জয়ের নায়ক গ্রিজম্যান বলেন, ‘ওদের শুরুটা ভালো ছিল।

ওরা জানে মাঠটা কেমন। আমাদের জন্য সুযোগ তৈরি করা কঠিন হয়ে পড়ে। প্রথমার্ধে আমরা কোনো শট নিতে পারিনি লক্ষ্যে।’

সেতিয়েনের ৩-৪-৩ ফরমেশনের সঙ্গে খাপ খাইয়ে নিতেও কষ্ট হচ্ছে গ্রিজম্যানদের। তিনি বলেন, ‘তিনজন সেন্টারব্যাক নিয়ে খেলার সিস্টেমটা আমাদের জন্য নতুন। আমাদের এটার ওপর কাজ করতে হবে।’

Advertisement