যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন ত্রাণের ট্রাক চালিয়ে পোল্যান্ড যাচ্ছেন। ব্রিটিশ রেডক্রসকে ত্রাণসামগ্রী পৌঁছে দিতে এই পদক্ষেপ নিয়েছেন তিনি। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।প্রতিবেদনে বলা হয়, ক্যামেরনের ট্রাকে রয়েছে জামাকাপড়, বাচ্চাদের ন্যাপি (ডায়াপার) এবং প্রাথমিক চিকিৎসার সামগ্রী। ‘চিপি লার্ডার’ নামে স্থানীয় একটি খাদ্য সহায়তা প্রকল্পে কাজ করছেন ক্যামেরন। এর অংশ হিসেবেই ট্রাক চালিয়ে ত্রাণসামগ্রী বহন করছেন তিনি। গত দুই বছর ধরে স্বেচ্ছাসেবক হিসেবে সংগঠনটিতে কাজ করছেন তিনি।ক্যামেরন এ ত্রাণ সহায়তার জন্য ‘পশ্চিম অক্সফোর্ডশায়ারের সংশ্লিষ্ট এলাকাবাসী তথা আরও সাধারণভাবে ব্রিটিশ জনগণের উদারতার’ প্রশংসা করেন।
Advertisement