এনএইচএসের টেস্ট এন্ড ট্রেইসিংয়ের ত্রুটির কারণে ইংল্যান্ডে ভারতীয় ভ্যারিয়েন্ট বেশি করে সংক্রমিত হচ্ছে বলে বিবিসির এক প্রতিবেদনে দাবী করা হয়েছে। জাতীয় টেস্ট এন্ড ট্রেইসিংয়ে ত্রুটির কারণে গত ২১শে এপ্রিল থেকে ১১ই মে’র ভেতরে শনাক্ত হওয়া প্রায় ৭শ ৩৪ টি পজিটিভ ফলাফলের কোনো তথ্য জানতে পারেনি ইংল্যান্ডের অন্তত ৮টি বারা কাউন্সিল। এর মধ্যে ল্যাঙ্কারশায়ারের ব্ল্যাকবার্ন উইথ ডারয়েনে শনাক্ত হওয়ার রোগি সংখ্যা ছিল সবচাইতে বেশি। এছাড়াও ব্ল্যাকপোল, ইয়র্ক, বার্থ এন্ড নর্থ ইস্ট সামারসেট, ব্রিস্টল, নর্থ সামারসেট, সাউথেন্ড অন সি এবং থোরকে টেস্টে শনাক্ত হওয়া পরিজিটিভ ফলাফলের পুরো তথ্য টেস্ট এন্ড ট্রেইসিংয়ের সিস্টেম পাওয়া যায়নি। টেস্ট এন্ড ট্রেইসিংয়ের জন্যে সরকার প্রায় ৩৭ বিলিয়ন পাউন্ড ব্যয় করেছে। গুরুত্বপূর্ণ এই সিস্টেমের ত্রুটির বিষয়ে সরকারের কাছে পুরোপুরি ব্যাখ্যা দাবী করেছে লেবার পার্টি। উল্লেখ্য ব্রিটেনে বর্তমানে করোনার ভারত ভ্যারিয়েন্টে আক্রান্ত রোগির সংখ্যা ৩ হাজার ৪শ ২৪ জন।
ত্রুটির কারণে ইংল্যান্ডের ৭শ’র বেশি ভারতীয় ভ্যারিয়েন্টের পজিটিভ রেজাল্ট টেস্ট এন্ড ট্রেইসিংয়ের সিস্টেমে নেই
Advertisement