থিয়েটার ৭১ এর পরিবেশনায় মুক্তিযুদ্ধের উপর নির্মিত বিশেষ নাটক “ A DIARY OF 71” মঞ্চায়িত

ব্রিটবাংলা রিপোর্ট:থিয়েটার ৭১ এর পরিবেশনায় ও নুর আবছারের নির্দেশনায় মুক্তিযুদ্ধের উপর নির্মিত বিশেষ নাটক “ A DIARY OF 71” মঞ্চায়িত হয় ৯ই ডিসেম্বর রবিবার, লিভারপুলের ওয়াল্ড মিউজিয়ামে।

এতে অভিনয়ে অংশ নেন বিলেতের সংস্কৃতি অঙ্গনের পরিচিত নুর আবছার, শেখ সুরত মিয়া আছাব, কবি সবুর হোসেন, আবু সাইদ চৌধুরী সাদি, আব্দুল হক, আবুল আজাদ, বিশেষ চরিত্রে অভিনয় করেন জনপ্রিয় টিভি অভিনেতা মুকিত চৌধুরী সিতু।

কারিগরি সহযোগীতায় ছিলেন ফকরুল আলম,মাহবুব আলী খানশূর।

এতে মুলত বহুজাতিক সংস্কৃতিতে বাংলাদেশের গৌরব উজ্জল অধ্যায় এবং অর্জনের বিরত্ব গাঁথা ত্যাগের প্রেক্ষাপট তুলে ধরার প্রয়াস নেওয়া হয় ৷

আয়োজকরা প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন “আমাদের প্রচেষ্টা স্বার্থক হয়েছে৷

Advertisement