দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় শিশুসহ ৫ বাংলাদেশি নিহত

দক্ষিণ আফ্রিকায় এক সড়ক দুর্ঘটনায় পাঁচজন বাংলাদেশী নাগরিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো দুজন।বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) এ কথা জানিয়েছেন।নিহতদের মধ্যে বাবা-ছেলেও রয়েছেন। তারা হলেন, আবুল হোসেন (৪৫) ও তার ছেলে নাদিম হোসেন (১০)। এছাড়া অপর তিনজন হলেন, রাজু আহমেদ (৩৪), ইসমাইল হোসেন (৩৮) ও মোস্তফা কামাল (৪০)।আফ্রিকায় বাংলাদেশ মিশনের উদ্ধৃতি দিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ডাইরেক্টর জেনারেল (আফ্রিকা উইং) মো: তারিকুল ইসলাম ইউএনবিকে বিষয়টি নিশ্চিত করেছেন।হতাহতরা সবাই ফেনী জেলার সদর ও দাগনভূঁইয়া উপজেলার বাসিন্দা বলে জানা গেছে।

 

Advertisement