দক্ষিণ আফ্রিকার কোচের পদ থেকে সরে দাঁড়াচ্ছেন বাউচার

আগামী মাসে অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপের পর দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলেল প্রধান কোচের দায়িত্ব ছাড়বেন মার্ক বাউচার। ক্রিকেট দক্ষিণ আফ্রিকার (সিএসএ) পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।গতকাল ওভালে ইংল্যান্ডের কাছে সিরিজের তৃতীয় ও শেষ টেস্টে ৯ উইকেটে হারে দক্ষিণ আফ্রিকা। এর মাধ্যমে তিন ম্যাচের টেস্ট সিরিজ ২-১ ব্যবধানে হারে প্রোটিয়ারা। ম্যাচ শেষে এক বৈঠকে দক্ষিণ আফ্রিকা টিমকে কোচের দায়িত্ব ছাড়ার কথা জানান বাউচার।বাউচারের দায়িত্ব ছাড়ার ঘোষনায় হতবাক সিএসএর প্রধান নির্বাহী ফোলেটসি মোসেকি, ‘আমরা খুব বিস্মিত এবং হতবাক। বাউচার আমাদের বলেছেন, তার অন্য কিছুতে আগ্রহ আছে এবং সেই সুযোগ নিতে চান। কিন্তু আমরা খুশি, টি-টোয়েন্টি বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার সাথে থাকবেন তিনি।

২০১৯ সালের ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকার কোচের দায়িত্ব পান বাউচার। তার অধীনে ১১টি টেস্ট জিতে প্রোটিয়ারা। এরমধ্যে গত জানুয়ারিতে ভারতের বিপক্ষে ঘরের মাঠে তিন ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে জয় স্মরনীয় হয়ে আছে।
গত টি-টোয়েন্টি বিশ^কাপে টানা পাঁচ ম্যাচ জিতে দক্ষিণ আফ্রিকাকে সেমিফাইনালের কাছে নিয়ে গিয়েছিলেন বাউচার। কিন্তু শেষ পর্যন্ত রান রেটের মারপ্যাচে পড়ে সেমিতে খেলা হয়নি প্রোটিয়াদের। গ্রুপ-১ থেকে সেমিতে খেলা ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার সমান ৮ পয়েন্ট ছিলো দক্ষিণ আফ্রিকার।বর্তমানে বিশ^ টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলের দ্বিতীয়স্থানে আছে দক্ষিণ আফ্রিকা। আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের শেষ সুযোগ পাচ্ছেন বাউচার।২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত চুক্তির মেয়াদ ছিল বাউচারের। আগামী বছর অক্টোবর-নভেম্বরে হবে ওয়ানডের বিশ^কাপ। বিশ^কাপের সরাসরি খেলতে হলে সুপার লিগে শীর্ষ সাত দলের মধ্যে থাকতে হবে দক্ষিণ আফ্রিকা। বর্তমানে ১৩ ম্যাচে ৪৯ পয়েন্ট টেবিলের ১১তম স্থানে আছে দক্ষিণ আফ্রিকা। তবে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ বাতিল করায় সরাসরি বিশ্বকাপে খেলা নিয়ে শঙ্কায় পড়েছে দক্ষিণ আফ্রিকারা।ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফো খবর, নতুন দক্ষিণ আফ্রিকা টি-টোয়েন্টি টুর্নামেন্টে এমআই কেপ টাউনের প্রধান কোচ হতে চান বাউচার।

Advertisement