দক্ষিন ইংল্যান্ডে কনজারভেটিভের ঘাটিতে লিবডেমের আঘাত

ব্রিটবাংলা ডেস্ক : ১৯৭৪ সাল থেকে কনজারভেটিভ পার্টির দখলে থাকা চেশাম এবং আমার্শাম আসনের উপনির্বাচনে লিবডেম প্রার্থী সারাহ গ্রীন ১৬ হাজার ভোটের ব্যবধানে জয়লাভ করেছেন। সারাহ পেয়েছেন ৫৬ দশমিক ৭ শতাংশ ভোট। আর কনজারভেটিভ পার্টির প্রার্থী পেয়েছেন পিটার ফ্লিট পেয়েছেন ৩৫ দশমিক ৫ শতাংশ ভোট। তবে এই উপনির্বাচনে লেবার পার্টি মাত্র ৬শ ২২টি পেয়েছে। যা পার্টির ইতিহাসে কোনো উপনির্বাচনে সবচাইতে কম প্রাপ্ত ভোট বলে জানা গেছে। মাত্র ১ দশমিক ৬ শতাংশ ভোট পেয়েছেন লেবার পার্টির প্রার্থী। ৩ দশমিক ৯ শতাংশ ভোট পেয়ে তৃতীয় অবস্থানে রয়েছে গ্রিন পার্টি।

এই জয়ের মধ্য দিয়ে পার্লামেন্টে লিবডেমের এমপির সংখ্যা ১২ জন গিয়ে পৌঁছাল। লিবডেম লিডার স্যার এড ডেভি বলেছেন, টোরি ঘাটিতে লিবডেমের আঘাত সবেমাত্র শুরু হয়েছে। দক্ষিণ ইংল্যান্ডে কনজারভেটিভ পার্টির দখলে থাকা অন্যান্য আসনেও আঘাত হানতে প্রস্তুত লিবডেম।

লিবডেমের নবনির্বাচিত এমপি সারাহ গ্রীন এন্টি ব্রেক্সিটিয়ার এবং স্থানীয় ইস্যুতে তিনি ব্যাপকভাবে জনপ্রিয় ক্যাম্পেইনার। স্থানীয় ভোটাররা হাই স্পিড ২ রেল লাইন এবং হাউসিং প্লানিং নিয়ে সরকারের উপর ক্ষিপ্ত ছিলেন। আর লিবডেম এই সুযোগটি কাজে লাগিয়েছে বলে মনে করছেন ভোটাররা। সাধারণ নির্বাচনে এই চিত্র ভিন্ন হতে পারে বলেও জানিয়েছেন কেউ কেউ।

এদিকে প্রধানমন্ত্রী বরিস জনসন নির্বাচনের ফলাফলে হতাশ বলে জানিয়েছেন। তবে তিনি বলেন, স্থানীয়ভাবে একটি উপনির্বাচনের ফলাফল খারাপ হলেও জাতীয়ভাবে টোরি এখন বেশ জনপ্রিয় অবস্থানে রয়েছে। উল্লেখ্য এ আসনের কনজারভেটিভ দলীয় সাবেক এমপি ও কেবিনেট সদস্য ডেইম শাইরিল গিলান গত এপ্রিলে মৃত্যুবরণ করায় আসনটি শূণ্য হয়েছিল।

Advertisement