দক্ষিন-পূর্ব লন্ডনে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু

ব্রিটবাংলা ডেস্ক : লন্ডনে ছুরিকাঘাতে আরেক কিশোরের প্রাণ ঝড়ে গেল। শনিবার বিকাল আনুমানিক ৫টা ৩৪ মিনিটে দক্ষিন-পূর্ব লন্ডনের এবিউড এলাকার এডিংটন রোডে ছুরিকঘাতে ১৮ বছর বয়সী এক কিশোর আহত হয়। পুলিশ এবং এম্বুলেন্স এসে ঘটনাস্থলেই মাকে মৃত ঘোষণা করে।

তার বুকে ছুরি দিয়ে বুকে আঘাত করা হয়েছে। পুলিশ তার পরিবারকে অবহিত করেছে। তবে ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট কাউকে গ্রেফতার করতে পারেনি। ঘটনার তদন্ত চলছে। প্রত্যক্ষদর্শী কেউ থাকলে তাকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে পুলিশ।

Advertisement