দয়ামীর ইউনিয়ন ওয়েলফেয়ার ট্রাস্ট  ইউকের দ্বিবার্ষিক নির্বাচন আগামী ১অক্টোবর রবিবার

দয়ামীর ইউনিয়ন ওয়েলফেয়ার ট্রাস্ট  ইউকের দ্বিবার্ষিক নির্বাচন উপলক্ষে গত মঙ্গলবার ওয়াইট চ্যাপলের স্থানীয় রেষ্টুরেন্টে কালাম, জুনা, তহুর, (ঘর মার্কা ) পরিষদের এক মত বিনিময় সভা অনুষ্টিত হয়।

বালাগনন্জ উসমানী নগরের প্রবীন মুরব্বী আলহাজ্জ্ব  আব্দুল আজিজের সভাপতিত্বে ও মুহিবুর রহমান লাভলুর পরিচালনায় সভায় কুরআন থেকে তেলাওয়াত করেন মোং তহুর আলী, স্বাগত বক্তব্য রাখেন দয়ামীর ইউনিয়ন ওয়েলফেয়ার ট্রাস্ট  ইউকের সভাপতি মুহাম্মদ  মফিদুল গনি মাহতাব। এ সময় উপস্থিত সবার কাছে কালাম, জুনা,তহুর,পরিষদের ২১সদস্য বিশিষ্ট কমিটিকে পরিচয় করে দেওয়া হয়।
তারা হলেন যথা ক্রমে ,
সভাপতি : মোহাম্মদ আবুল কালাম
সিনিয়র সহ সভাপতি: বদরুল আলম
সহ সভাপতি: আব্দুর রব
সহ সভাপতি: সেলিম মিয়া
সাধারনসম্পাদক : মোং বদরুল হোসাইন জুনা চৌধুরী
সহ সাধারনসম্পাদক : আব্দুছ ছক্তার (ইমন)
সহ সাধারনসম্পাদক : মোং নাসির খান
কোষাধক্ষ সম্পাদক: মোং তহুর আলী
সহ কোষাধক্ষ সম্পাদক : শাহ একলিম হোসেন
সাংগঠনিক সম্পাদক : আবুল ফয়েজ
শিক্ষা সম্পাদক : সুলেমান উল্লাহ
প্রচার সম্পাদ: সাইদুর রহমান
নির্বাহ সদস্য :
১,, মোহাম্মদ মুফিদুল গনি মাহতাব
২,, মোং মইজুল ইসলাম শাহজাহান
৩,, মোং আব্দুল হক নুনু মিয়া
৪,, মোং আব্দুল খালিক
৫,, মোং জুনেদ আহমদ
৬,, মোং আব্দুল মালেক
৭,, মোং মিছবা আহমদ
৮,,মোং সিরাজুল ইসলাম
৯,, মোং মোস্তাক আহমদ
পরিষদের ২০টি পদে কোন  প্রতিদ্বন্দ্বি প্রার্থী না থাকলেও  ১ অক্টোবর নির্বাচনে শুধু মাত্র সভাপতি পদে মোহাম্মদ আবুল কালামের সাথে অপর প্রার্থী চাঁন্দ আলী প্রতিদ্বন্দ্বিতা করবেন।
উদিয়মান সমাজ সেবক, সংগঠক, শিক্ষানুরাগী, কমিউনিটি নেতা মোহাম্মদ আবুল কালাম দয়ামীর ইউনিয়ন ওয়েলফেয়ার ট্রাস্ট  ইউকের প্রতিষ্টাতা আহব্বায়ক ও বর্তমানে সংগঠনটির সাধারন সম্পাদকের দায়ীত্ব পালন ছাড়াও বেতার বাংলা শোতা ফোরামের  সভাপতি, বাংলাদেশ মিনিকেব ড্রাইভার এসোসিয়েসনের  সাধারন সম্পাদক ও নাজির বাজার ওয়েলফেয়ার & এডুকেশন ট্রাষ্টের সহ সভাপতির দায়ীত্ব পালন করে আসছেন দক্ষতার সাথে। ছিলেন প্রবাসী বালাগনন্জ উসমানী নগর উপজেলা সমিতির সাবেক সহ সাধারন সম্পাদকও।

এছাড়াও যুক্তরাজ্যের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের সাথেও তার সম্পৃক্ততা রয়েছে।

সভায় উপস্হিত সকল ট্রাষ্টিবৃন্দ, ঘর মার্কার প্রতি পুর্ন সমর্থন জানিয়ে বক্তব্য রাখেন সর্বজনাব ,
মইজুল ইসলাম শাহজাহান,আব্দুল হক নুনু মিয়া, মোং বদরুল আলম,আব্দুর রব,জয়নাল আহমদ খান, মাষ্টার আজিজুর রহমান কুরবান,জুবায়ের আহমেদ, মাহফুজ আহমদ,মোং সুমন মিয়া,মুহিবুর রহমান,জুনেল আহমদ, হারুনুর রসিদ, আবুল কয়েছ, জাহাঙ্গীর আলম, আব্দুস শহিদ, নজির আলী,আব্দুর রউফ, নতুন পেনেলের পক্ষ থেকে বক্তব্য রাখেন, মোহাম্মদ আবুল কালাম, মোং বদরুল হোসাইন জুনা, মোং তহুর আলী, সেলিম মিয়া, আব্দুস ছত্তার ইমন, শাহ একলিম হসেন,আবুল ফয়েজ,সোলেমান উল্লা,আব্দুল মালেক, মিছবা আহমেদ।

পরিশেষে সভার সভাপতি জনাব আব্দুল আজিজ আগামি ১ অক্টোবরের নির্বাচনে সকল ট্রাষ্টিবৃন্দ কে উপস্হিত হয়ে কালাম, জুনা,তহুর পরিষদকে বিপুল ভোটের মাধ্যমে নির্বাচিত করার জন্য আহবান জানান।
পরে ভোজ সভার মধ্য দিয়ে সভার সমাপ্তি হয়।

Advertisement