গত ৩০ জুন শনিবার পূর্ব লন্ডনের ফোর্ডস্কয়ার মসজিদে সিলেট দরগাহ মাদ্রাসা প্রাক্তন ছাত্র পরিষদ ইউকের উদ্যোগে এক ঈদ পুনর্মিলনী সভা পরিষদের সভাপতি মাওলানা হেলাল উদ্দিনের সভাপতিত্বে ও সেক্রেটারি মুফতি বুরহান উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত হয়।
শুরুতে কালামে পাক থেকে তিলাওয়াত করেন হাফিজ মাওলানা সৈয়দ তামিম আহমদ। সভায় উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা মাওলানা আব্দুল গাফফার, সহ সভাপতি মাওলানা গোলাম কিবরিয়া,সহ সভাপতি মাওলানা হাফিজ নাজির উদ্দিন, হাফিজ মাওলানা আব্দুল আউয়াল, ট্রেজারার মাওলানা কারী শামছুল হক ছাতকী, সহ সেক্রেটারি মুফতি ছালেহ আহমদ, হাফিজ সাইদুর রহমান, মাওলানা নাজিরুল ইসলাম, প্রচার সম্পাদক মাওলানা আবু সুফিয়ান, মাওলানা নাজমুল হক জাহেদ, সহ ফতোয়া বিষয়ক সম্পাদক মুফতি ফয়জুর রহমান কামালী, মাওলানা আনোয়ার হুসাইন রব্বানী, মাওলানা আব্দুস সামাদ, মাওলানা আব্দুল মালিক, মাওলানা ইদ্রিস খান, হাফিজ আব্দুল্লাহ সহ আরো অনেকেই ।পরিশেষে প্রধান উপদেষ্টা মাওলানা আব্দুল গাফফারের মোনাজাতের মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করা হয়। সভায় সংগঠনের অগ্রগতি নিয়ে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করা হয়।
Advertisement