ব্রিটবাংলা ডেস্ক: ব্রেক্সিট এবং এন্টিসেমিটিজম ইস্যুতে দলীয় নেতা জেরেমি করবিনের উপর ক্ষুব্ধ হয়ে লেবার পার্টি থেকে পদত্যাগ করেছেন এমপি চুকা উমনা, লুসিয়ানা বার্গার, ক্রিস লেসলি, এন্জেলা স্মীথ, মাইক গ্যাপস, গেভিন শুকার এবং এন কফি।
ব্রেক্সিট ইস্যুতে জেরেমি করবিনের ভুমিকা নিয়ে ক্ষোভ আছে তাদের। নতুন করে আরো একটি রেফারেন্ডামের দাবীতে পিপলস ভোট ক্যাম্পেইনে দলীয় লিডারের ভুমিকা যথেষ্ট ইতিবাচক নয় বলে তারা মনে করেন। অন্যদিকে লেবার লিডারের ব্যর্থতার ফলে লেবার পার্টি প্রাতিষ্ঠানিকভাবে এন্টি সেমিটিজমে পরিনত হয়েছে বলেও মনে করেন তারা। এই দুই কারণে ক্ষোভ প্রকাশ করে তারা দল ছাড়েন বলে জানা গেছে।
এই সাত এমপি এখন থেকে স্বতন্ত্র গ্রুপ হিসেবে পার্লামেন্টে নিজ নিজ এলাকার প্রতিনিধিত্ব করবেন। এই দলে লেবারের আরো বেশ কয়েকজন এমপি যোগ দিতে পারেন।
Advertisement