ব্রিট বাংলা ডেস্ক :: ২০১০ থেকে ২০১৯ সাল পর্যন্ত এই দশ বছরের সেরা টি-টোয়েন্টি অলরাউন্ডার হিসেবে পাকিস্তানের তারকা ক্রিকেটার শহীদ আফ্রিদিকে নির্বাচিত করেছেন ভারতীয় সাবেক তারকা ক্রিকেটার আকাশ চোপরা।
ক্রিকেট থেকে অবসরে ধারভাষ্য পেশায় জড়িয়ে যাওয়া আকাশ চোপরার দশক সেরা টি-টোয়েন্টি ব্যাটসম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন বিরাট কোহলি। ভারত সেরা এ ক্রিকেটারকে দশক সেরা টেস্ট দলের অধিনায়ক হিসেবে বাছাই করেছেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি ক্রিকেটার রিকি পন্টিং।
আকাশ চোপরা টুইট বার্তায় দশক সেরা টি-টোয়েন্টি বোলার হিসেবে বাছাই করেছেন শ্রীলংকার তারকা পেসার লাসিথ মালিঙ্গাকে।
ভারতীয় সাবেক এ তারকা ক্রিকেটারের বাছাইকৃত টি-টোয়েন্টি দলের উইকেটকিপার ব্যাটসম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন ইংল্যান্ডের তারকা ব্যাটসম্যান জস বাটলার।
দশক সেরা ওয়ানডে ও টেস্ট দল নির্বাচিত করেছেন আকাশ চোপরা। তার নির্বাচিত ওয়ানডে ও টেস্ট দলে জায়গা পেয়েছেন বাংলাদেশ সেরা ক্রিকেটার সাকিব আল হাসান।