দাবানলে জ্বলছে অস্ট্রেলিয়া

ব্রিট বাংলা ডেস্ক :: ভয়াবহ দাবানলে জ্বলছে অস্ট্রেলিয়া। কয়েক মাসে এতে ধ্বংস হয়েছে ২০০০ বাড়িঘর। গত সপ্তাহে অবস্থা ভয়াবহ আকার ধারণ করে। এরপরে কিছুটা বৃষ্টি হওয়ায় অগ্নিনির্বাপণকারীরা পরিস্থিতির উন্নতি ঘটাতে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন। টেলিভিশন চ্যানেলগুলোতে দেখানো হচ্ছে, বনের পাশে থরে থরে পড়ে আছে আগুনে পুড়ে মারা যাওয়া পশুদের মৃতদেহ। অনেক স্থানে বন থেকে বেরিয়ে নিরীহ প্রাণীরা বাঁচার জন্য মানুষের পা আঁকড়ে ধরছে। বলা হচ্ছে, গত বছরের শেষের দিকে অ্যামাজন জঙ্গলে যে অগ্নিকান্ড হয়েছিল, তার চেয়েও ভয়াবহ এই দাবানল। আগামী শুক্রবার সেখানে আবার তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার হুঁশিয়ারি দেয়া হয়েছে।

এতে আবার আতঙ্ক দেখা দিয়েছে যে, দুটি দাবানল নতুন করে এক মেগা অগ্নিকুন্ডে রূপ নিতে পারে। সেপ্টেম্বর থেকে এই দাবানলে কমপক্ষে ২৫ জন মানুষ ও লাখ লাখ প্রাণি মারা গেছে।

এ খবর দিয়ে অনলাইন বিবিসি বলছে, অনাকাঙ্খিত দাবানল মওসুম মোকাবিলা করছে অস্ট্রেলিয়া। এ অবস্থাকে আরো প্রকট করে তুলেছে রেকর্ড তাপমাত্রা এবং ভয়াবহ খরা। মঙ্গলবার নিউ সাউথ ওয়েলসের কমকর্তারা বলেছেন, আগুনে পুড়ে গেছে ১৫৮৮টি বাড়ি। ক্ষতিগ্রস্ত হয়েছে কমপক্ষে ৬৫৩টি বাড়ি। ২০০ বাড়ি ধ্বংস হয়ে গেছে ভিক্টোরিয়াতে। অন্য রাজ্যগুলোতে আরো শতাধিক বাড়িঘর নষ্ট হয়েছে। ইন্সুরেন্স কাউন্সিল অব অস্ট্রেলিয়ার হিসাবে ক্ষয়ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে ৭০ কোটি অস্ট্রেলিয় ডলার। তবে এই অংক আরো বাড়বে বলে মনে করেন তারা। ধোয়ায় আচ্ছাদিত হয়ে গেছে ক্যানবেরা, সিডনি, মেলবোর্ন। ফলে শ্বাসপ্রশ্বাসজনিত রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি বৃদ্ধি পেয়েছে বলে সতর্ক করেছেন চিকিৎসকরা। তারা বলেছেন, এতে ক্ষতিগ্রস্ত হবেন অন্তঃসত্ত্বা নারী সহ বিপন্ন অবস্থায় আছেন এমন মানুষ। সোমবার ব্যুরো অব মেটেওরোলজি সতর্ক করে বলেছে, এদিন মেলবোর্নে দৃষ্টিসীমা ছিল এক কিলোমিটারেরও কম। অর্থাৎ এই দূরেত্বের বেশি দূরের জিনিস সেখানে দেখা যাচ্ছিল না।

Advertisement