দাবানলে পুড়ছে ক্যালিফোর্নিয়া

ব্রিট বাংলা ডেস্ক :: ফের দাবানলে পুড়ছে মার্কিন অঙ্গরাজ্য ক্যালিফোর্নিয়া। স্থানীয় সময় বুধবার থেকে এই দাবানলের সূত্রপাত হয়। দাবানলের প্রকোপে ইতিমধ্যে পুড়ে গেছে প্রায় ৩০ হাজার একর জমি। বিভিন্ন ঝুঁকিপূর্ণ এলাকা থেকে সরিয়ে নেয়া হয়েছে কয়েক হাজার মানুষকে। এ খবর দিয়েছে বিবিসি ও সিএনএন।

খবরে বলা হয়, অন্তত নয়টি স্থানে জ্বলছে দাবানলের গ্রাস। স্থানভেদে দাবানলগুলোকে নামকরণ করা হয়েছে- কিনকেড ফায়ার, ক্যাব্রিলো ফায়ার, নেলসন ফায়ার, মুরির ফায়ার, স্যাডল রিজ ফায়ার, টিক ফায়ার, ওল্ড ওয়াটার ফায়ার, ওক ফায়ার ও প্যালিসেডস ফায়ার। এর মধ্যে সবার আগে সূত্রপাত হয় কিনকেড ফায়ারের। স্থানীয় সময় বুধবার রাতে সোনোমা কাউন্টিতে এই দাবানল শুরু হয়।

Advertisement