দিলশাদ রেস্টুরেন্ট বিপদে বন্ধুর বেশে !

দিলশাদ রেষ্টুরেন্ট বিলেতের মধুর কেন্টিন স্বাধীনতা উত্তর এবং স্বাধীনতার পরবর্তী সময় কালের বাংলাদেশের আন্দোলন সংগ্রাম মহান গৌরবময় মুক্তিযুদ্ধের প্রবাসীদের সংগঠিত করে সভা সমাবেশ জনমত গঠনের ঐতিহাসিক স্থান হিসেবে সর্বমহলে পরিচিত 

বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান এই রেষ্টুরেন্টে সভা সমাবেশে অংশ নিয়েছেন ।

প্রবাসের তৃতীয় বাংলা প্রতিষ্টার বা কমিউনিটির অন্যতম মিলন স্থান হিসেবে ভুমিকা এবং এর প্রতিষ্ঠাতা মরহুম আলহাজ্ব আব্দুল মুতলিব চৌধুরী ও তার ছেলেরা প্রবাসে মুক্তি যুদ্ধের অন্যতম সংগঠক বঙ্গবন্ধুর ঘনিষ্ঠজন মরহুম মতিউর রহমান চৌধুরী ও ব্রিক লেইন জামে মসজিদের প্রেসিডেন্ট মরহুম আলহাজ্ব আতাউর রহমান চৌধুরীর মানবিক কৰ্ম ও দিলশাদ পরিবারের ভুমিকা সব সময়ে আলোচিত ।

করোনাভাইরাসের কারনে সরকারের ঘোষণা অনুযায়ী ৪ সাপ্তাহের বেশি সময় ধরে লকডাউনে রয়েছে ব্রিটেনের মানুষ। ফলে সমস্যায় পড়েছেন বয়স্কসহ কর্মহীন মানুষ। এরকম অসহায় মানুষদের মধ্যে খাবার বিতরন করছে লন্ডনের ঐতিহাসিক দিলশাদ রেস্টুরেন্ট। একই সাথে রেস্টুরেন্টের পক্ষ থেকে নিয়মিত বিভিন্ন হাসপাতালের এনএইচএস স্টাফদের খাবার পরিবেশন করা হচ্ছে।

 ২২ এপ্রিল বুধবার দুপুরে পূর্ব লন্ডনের বেথনালগ্রীনের একটি কমিউনিটি হল থেকে টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের বিভিন্ন ওয়ার্ড, নিউহাম হসপিটাল, চ্যারিটি সংগঠন সেন্টার পয়েন্ট হোমলেস শ্লেটারকে ৬০০ প্যাকেট গরম খাবার পরিবেশন করা হয়।

 কাউন্সিলার ও ডেপুটি  স্পিকার আহবাব হোসেন এর পরিচালনায় খাবার বিতরনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দিলশাদ রেস্টুরেন্টের অন্যতম স্বত্তাধিকারী সাবেক সংসদ সদস্য ও সিলেট জেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের নির্বাহী মেয়র জন বিগস, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডেপুটি মেয়র সিরাজুল ইসলাম, কাউন্সিলার আব্দুল মুকিত চুন্নু এমবিই, কাউন্সিলার শাহ সোহেল আমিন, কাউন্সিলার তারেক খান, কাউন্সিলার সাদ চৌধুরী, দিলশাদ রেস্টুরেন্টের পরিচালকগনের মধ্যে উপস্থিত ছিলেন হামিদুর রহমান চৌধুরী, মশিউর রহমান চৌধুরী, মোস্তাফিজুর রহমান চৌধুরী তপু চৌধুরী।

এসময় সাবেক এমপি শফিকুর রহমান চৌধুরী বলেন, পূর্ব পুরুষদের ঐতিহ্য বজায় রেখে দিলশাদ রেস্টুরেন্টের পক্ষ থেকে লন্ডনে ও বাংলাদেশে অসহায় মানুষদের সহায়তা করা হচ্ছে। ব্রিটেনে ও বাংলাদেশে অসহায় মানুষদের সাহায্যে এগিয়ে আসায় প্রবাসীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। শফিকুর রহমান চৌধুরী বলেন, যুক্তরাজ্যে প্রতিষ্ঠিত জেলা উপজেলা, ইউনিয়ন এমনকি গ্রাম ভিত্তিক সংগঠনগুলো এই দুযোর্গমুহুর্তে সরকারের পাশাপাশি ত্রান সহায়তা দিয়ে অসমান্য অবদান রেখে যাচ্ছে। তিনি এজন্য সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এদিকে দিলশাদ রেস্টুরেন্টের পক্ষ থেকে জানানো হয় ইতিপূর্বে তারা সেন্ট বার্থ হসপিটাল, রয়েল লন্ডন হসপিটাল, মাইল্যান্ড হসপিটালসহ ৭টি স্থানীয় হাসপাতালে খাবার বিতরন করা হয়েছে।
উল্লেখ্য সাবেক সংসদ সদস্য ও সিলেট জেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী মার্চের শেষ সপ্তাহে পারিবারিক কাজে যুক্তরাজ্যে এসে লকডাউনে আটকা পড়েছেন। তিনি বিমানের ফ্লাইট শুরু হলেই দেশে ফিরে যাবেন বলে জানান।

Advertisement