দিল্লির নতুন হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা ঢাকায়

বাংলাদেশে নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা ঢাকায় এসে পৌঁছেছেন। গতকাল বুধবার রাতে তিনি ঢাকায় এসে পৌঁছেছেন বলে একজন কর্মকর্তা গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদের কাছে পরিচয়পত্র পেশ করে তিনি আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রদূতের দায়িত্ব গ্রহণ করবেন।এর আগে তিনি ভিয়েতনামে রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেছেন। প্রণয় কুমার ভার্মা ১৯৯৪ সালে ইন্ডিয়ান ফরেন সার্ভিসে যোগ দেন। তিনি হংকং, সানফ্রানসিসকো, বেইজিং, কাঠমান্ডু ও ওয়াশিংটনে দায়িত্ব পালন করেছেন।বর্তমানে ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার বিক্রম দোরাইস্বামীর স্থলাভিষিক্ত হবেন প্রণয় কুমার ভার্মা।

Advertisement