দুই বছর পেছালো চলতি বছরের এশিয়া কাপ

করোনার কারণে মাঠে গড়ায়নি গত বছরের এশিয়া কাপ। করোনা ও সূচি জটিলতার কারণে চলতি বছরের এশিয়া কাপও স্থগিত করা হয়েছে। নতুন খবর হলো স্থগিত হওয়া এই এশিয়া কাপ আগামী বছরও মাঠে গড়াবে না। দুই বছর পিছিয়ে ২০২৩ সালে অনুষ্ঠিত হবে এশিয়ান ক্রিকেটের চলতি আসর। ওই বছর ভারতে ৫০ ওভারের বিশ্বকাপ থাকায় আসরটি হবে ওয়ানডে ফরম্যাটে।মূলত সূচি জটিলতার কারণে চলতি বছর এশিয়া কাপ আয়োজন করা সম্ভব হচ্ছে না বলে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের কর্মকর্তারা জানিয়েছেন। এছাড়া ২০২২ আসরেও একটি এশিয়া কাপ আছে। এক বছরে দুটি এশিয়া কাপ আয়োজনও সম্ভব হবে না বলে মনে করছেন আয়োজকরা।এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসিসি জানিয়েছে, চলতি মৌসুমে এশিয়া কাপ আয়োজনের চেষ্টা করেছে এসিসি। কিন্তু সূচি জটিলতার কারণে সেটা সম্ভব হচ্ছে না। চলতি আসরের এশিয়া কাপ তাই ২০২৩ সালে পিছিয়ে যাচ্ছে। এছাড়া ২০২২ সালেও একটি এশিয়া কাপ আছে। আয়োজকরা দ্রুতই দ্রুতই দুই আসরের সূচি ঠিক করতে কাজ করছে।এর আগে এশিয়া কাপ হয়েছে ২০১৮ সালে সংযুক্ত আরব আমিরাতে। ২০১৯ সালের ইংল্যান্ড বিশ্বকাপ সামনে রেখে মাঠে গড়ায় ওই আসরটি। ২০২০ আসরের এশিয়া কাপ হওয়ার কথা ছিলো সেপ্টেম্বরে। সেটা আয়োজন করা সম্ভব না হওয়ায় চলতি আসরের এশিয়া কাপ ক্রিকেট জুনে দেওয়ার সিদ্ধান্ত হয়। কিন্তু সেটাও আয়োজন সম্ভব হলো না।

Advertisement