ব্রিট বাংলা ডেস্ক :: বলিউড অভিনেত্রী সামিরা রেড্ডি সম্প্রতি শিশুকন্যা নায়রাকে নিয়ে ভারতের কর্নাটকের সর্বোচ্চ পর্বতচূড়া মুল্লায়ানগিরিতে ওঠেন।
সোমবার নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে শেয়ার করেছেন ওই সময়ের একটি ভিডিও।
এর ক্যাপশনে তিনি লেখেন- নায়রাকে নিয়ে মুল্লায়ানগিরিতে আরোহনের চেষ্টায় বাধা পড়েছে। দম শেষ হয়ে যাওয়ায় মধ্যপথেই থেমে গেলাম।
৬৩০০ ফুট উঁচু। এটিই কর্নাটকের সর্বোচ্চ পর্বতচূড়া। ৩৫ বছর বয়সী এ তারকা জানান, নতুন মায়েদের কাছ থেকে তিনি বিপুল সাড়া পাচ্ছেন যারা তার থেকে অনুপ্রাণিত হয়েছেন।
ওই ইনস্টাগ্রাম পোস্টে সামিরা রেড্ডি বলেন, নতুন মায়েদের কাছ থেকে অনেক মেসেজ পেয়েছি, তারাও ভ্রমণে উৎসাহিত হয়েছেন। ভ্রমণ কাহিনীর এত ইতিবাচক সাড়া পাওয়ায় আমি শিহরিত।
মুল্লায়ানগিরিতে আরোহনের আগে ‘দে দানা দান’খ্যাত এই অভিনেত্রী ছেলে হানস ভার্দের সঙ্গে চমৎকার একটি সেলফি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন।
এর ক্যাপশনে তিনি লেখেন, ছুটির দিনে জড়িয়ে থাকার মতো আর কিছু নেই। এই ছোট জনাবের সঙ্গে ভালো কিছু সময় কাটালাম।
২০১৩ সালে অক্ষয় বরদেকে বিয়ের পর পরই অভিনয় জগৎ থেকে বিদায় নেন সামিরা। ২০১৫ সালে তাদের প্রথম সন্তান হানসের জন্ম হয়।
‘ট্যাক্সি নম্বর ৯২১১’, ‘ম্যায়নে দিল তুঝকো দিয়া’র মতো হিট সিনেমা রয়েছে সামিরা রেড্ডির ঝুঁলিতে।