দুই সন্তানের বেশি নিলে মিলবে না সরকারি চাকরি

ব্রিট বাংলা ডেস্ক :: দুইজনের বেশি সন্তান জন্ম দিলে পাওয়া যাবে না সরকারি সুযোগ সুবিধা। সেইসঙ্গে মিলবে না কোন সরকারি চাকরি। এছাড়া দুইয়ের বেশি সন্তানের পিতা-মাতারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না। এমনই পদক্ষেপ নিয়েছে ভারতের আসাম সরকার।

দেশটির সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, আসাম মন্ত্রিসভা পরিষদ সোমবার রাজ্যটির জন্ম নিয়ন্ত্রণ বাগে আনতে নজিরবিহীন এই পদক্ষেপ নেয়। আগামী ২০২১ সালে ১ জানুয়ারি থেকে এই সিধান্ত কার্যকর হবে।

জানা যায়, আসামে ২০১৭ সালে জনসংখ্যা নিয়ে একটি খসড়া তৈরি হয়, সেখানে এমন সিদ্ধান্তের কথা উল্লেখ ছিল।

এছাড়া সোমবারের আসামের মন্ত্রিসভার তরফ থেকে বলা হয়, আসাম স্থানীয় ভূমিহীনদের ৩ বিঘা করে আবাদি জমি দেয়া হবে। এছাড়া বাড়ি বানানো জন্য দেয়া হবে আধা বিঘা।

এর আগে ভারতের এই রাজ্যে চুড়ান্ত নাগরিক তালিকা প্রকাশ করা হয়। নাগরিক পঞ্জি থেকে বাদ পড়ে ১৯ লাখ মানুষের নাম।

Advertisement