ব্রিটবাংলা ডেস্ক : নববর্ষ উপলক্ষে রাজনীতি, সঙ্গীত, সাহিত্য, স্বাস্থ্য, খেলাধুলা ও কমিউনিটিতে বিশেষ অবদানের জন্যে ১১শ ২৩ ব্যক্তিকে বিভিন্ন খেতাবে ভুষিত করেছেন রাণী দ্বিতীয় এলিজাবেথ। শুক্রবার এই তালিকা প্রকাশ করা হয়। রাজনীতিতে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে এবার নাইট উপাধী পেয়েছেন লিবডেম পার্টির সাবেক লিডার নিক ক্ল্যাগ। তিনি ২০১০ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত টোরি-লিব কোয়ালিশন সরকারের ডেপুটি প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন স্যার নিক ক্ল্যাগ। বিশাল তালিকায় সবচাইতে কম বয়সী হলেন লুসিয়া মি। অর্গান ডোনেশন ক্যাম্পেইনার হিসেবে মাত্র ১৮ বছর বয়সে বিইএম উপাধি পান তিনি। এদিকে ১১শ ২৩ জনের তালিকায় বেশ কয়েকজন এশিয়ান, মুসলিম এবং বাঙালীও রয়েছেন।
এমবিই খেতাব পেয়েছেন টাওয়ার হ্যামলেটসের সাবেক কাউন্সিলর ডক্টর আনোয়ারা আলী। স্পিটালফিল্ড প্রেক্টিসের জিপি ডক্টর আনোয়ারা স্থানীয় কমিউনিটিতে স্বাস্থ্যসেবা প্রদানের স্বীকৃতি হিসেবে এমবিই খেতাব পান তিনি।
অন্যদিকে মানুসিক স্বাস্থ্য সেবায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে ওবিই খেতাব পান ইস্ট সাসেক্সের পপি জামান। তিনি ইংল্যান্ডের ম্যান্টাল হেলথ ফার্স্ট এইডের চীফ এক্সিকিউটিভ হিসেবে দায়িত্ব পালন করছেন। পপি জামানের বাংলাদেশের বাড়ি মৌলভীবাজারের উত্তর মোলাইম গ্রামে।