দুর্নীতিবাজ-সন্ত্রাসীরা সাবধান হয়ে যান : সেতুমন্ত্রী

ব্রিট বাংলা ডেস্ক :: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, শেখ হাসিনার শুদ্ধি অভিযান শুরু হয়ে গেছে, কেউ পার পাবেন না। দুর্নীতিবাজ, মাদক ব্যবসায়ী, সন্ত্রাসীরা সাবধান। আওয়ামী লীগে দূষিত রক্তের প্রয়োজন নেই। প্রয়োজন বিশুদ্ধ রক্তের।

আজ মঙ্গলবার দুপুরে খুলনা মহানগর ও জেলা আওয়ামী লীগের দ্বি-বার্ষিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এর আগে সকাল সাড়ে ১০টায় সম্মেলনের উদ্বোধন করেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য পীযূষ কান্তি ভট্টাচার্য।

জেলা আওয়ামী লীগের সভাপতি শেখ হারুনুর রশিদের সভাপতিত্বে ও নগর আওয়ামী লীগের বিদায়ী সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান ও জেলা শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সুজিত অধিকারীর সঞ্চালনায় সম্মেলনে সম্মানিত অতিথি ছিলেন বঙ্গবন্ধুর ভ্রাতুষ্পুত্র শেখ হেলাল উদ্দিন এমপি। স্বাগত বক্তব্য দেন নগর আওয়ামী লীগের সভাপতি কেসিসি মেয়র তালুকদার আব্দুল খালেক।

প্রধান বক্তা ছিলেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুর রহমান। বিশেষ অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা ড. মশিউর রহমান ও কেন্দ্রীয় যুগ্ম-সাধারণ সম্পাদক মাহ্বুব উল আলম হানিফ এমপি, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান এমপি, সাবেক প্রতিমন্ত্রী মির্জা আজম এমপি, খুলনা-২ আসনের সংসদ সদস্য শেখ সালাউদ্দিন জুয়েল, সাংগঠনিক সম্পাদক হুইপ আবু সাইদ আল মাহমুদ স্বপন এমপি, শ্রম সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, উপ-দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, নির্বাহী কমিটির সদস্য এস এম কামাল হোসেন ও অ্যাডভোকেট আমিরুল আলম মিলন, বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ সারহান নাসের তন্ময়।

নগরীর অফিসার ক্লাব মিলনায়তনে সম্মেলনের দ্বিতীয় পর্বে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নগর আওয়ামী লীগে সভাপতি পদে সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক নির্বাচিত হন। এ কমিটির নতুন সাধারণ সম্পাদক হয়েছেন বিগত কমিটির যুগ্ম সম্পাদক এমডিএ বাবুল রানা।

অপরদিকে জেলায় শেখ হারুনুর রশিদ পুনরায় সভাপতি হয়েছেন। এ কমিটিতে সাধারণ সম্পাদক নির্বাচিত হন অ্যাডভোকেট সুজিত অধিকারী। তিনি এর আগে ভারপ্রাপ্ত জেলা সম্পাদকের দায়িত্ব পালন করছিলেন। দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের নতুন কমিটির নাম ঘোষণা করেন।

সম্মেলনে প্রধান অতিথি সড়ক মন্ত্রী ওবায়দুল কাদের ৩ হাজার ৬’শ কোটি টাকা ব্যয়ে খুলনা-মোংলা মহাসড়ক ৬ লেন করণ, ৫৭৮ কোটি টাকা ব্যয়ে খুলনার ভৈরব সেতু নির্মাণ, চুনকড়ি সেতু নির্মাণ, ১৮ বেকী সেতু নির্মাণ, বাগেরহাট-মোংলা সড়ক প্রশস্তকরণ প্রকল্প বাস্তবায়নের ঘোষণা দেন।

Advertisement