‘দুর্বল শ্রীলংকার বিপক্ষে পাকিস্তানের এ অবস্থা’

ব্রিট বাংলা ডেস্ক :: পাকিস্তানের বিশ্বকাপ জয়ী দলের তারকা ক্রিকেটার রমিজ রাজা বলেছেন, ‘দুর্বল শ্রীলংকার বোলিং আক্রমণের বিপক্ষে পাকিস্তানের এই হাল! নিজেদের মাঠে পাকিস্তানের কমপক্ষে ৩৫০ রান করা উচিত ছিল। উইকেট থাকা সত্ত্বেও প্রত্যাশিত রান করতে পারেনি পাকিস্তান।’

সোমবার খেলা শেষে নিজের ইউটিউব চ্যানেলে পাকিস্তানের ব্যাটিং নিয়ে এমন মন্তব্য করেন ক্রিকেট থেকে অবসরে ধারাভাষ্য পেশায় জড়িয়ে যাওয়া রমিজ রাজা।

সোমবার করাচির আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শ্রীলংকার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ৪৪ ওভারে ২৪১ রান করা পাকিস্তান, শেষ ৬ ওভার করে ৬৩ রান। শেষ দিকে হাতে ৬ উইকেট থাকার পরও হার্ডহিডিং ব্যাটিং করতে না পারায় হতাশ রমিজ রাজা।

এদিন বাবর আজমের রেকর্ড গড়া সেঞ্চুরিতে ৭ উইকেটে ৩০৫ রান করে পাকিস্তান। দলের হয়ে ১০৫ বলে ১১৫ রান করেন বাবর আজম। পাকিস্তানের হয়ে দ্রুততম এবং বিশ্বের দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে ৭১ ইনিংসে ১১টি সেঞ্চুরি হাঁকিয়েছেন বাবর।

বাবরের রেকর্ড গড়া ম্যাচে শ্রীলংকার বিপক্ষে ৬৭ রানের জয়ে তিন ম্যাচের সিরিজে ১-০তে এগিয়ে গেল পাকিস্তান।

প্রসঙ্গত, নিরাপত্তার অজুহাত দেখিয়ে পাকিস্তান সফরে যায়নি শ্রীলংকার সেরা ১০ জন ক্রিকেটার। দ্বিতীয় সারির দল নিয়ে করাচিতে খেলছে লংকানরা। অথচ তারুণ্যনির্ভর এই দলের বিপক্ষে প্রত্যাশিত ব্যাটিং করতে না পারায় হতাশ পাকিস্তানের সাবেক তারকা ক্রিকেটাররা।

Advertisement