দেশে আবারও বেড়েছে করোনায় মৃত্যু ও সংক্রমণ

কমে যাওয়ার পরদিনই আবারও দেশে গত মৃত্যু ও শনাক্ত দুটোই বেড়েছে। গত ২৪ ঘণ্টায় করোনায় মারা গেছেন ৩৪ জন।এ নিয়ে দেশে মোট প্রাণহানি হলো ১২ হাজার ৭৫৮ জনের। গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্তের হার ১০.৪০ শতাংশ।শুক্রবার স্বাস্থ্য অধিদফতরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশে নতুন করে করোনা শনাক্ত হয়েছে আরও ১ হাজার ৮৮৭ জনের শরীরে। হিসেব অনুযায়ী এ পর্যন্ত দেশে মোট করোনা শনাক্ত হয়েছে ৮ লাখ ৭ হাজার ৮৬৭ জনের।

Advertisement