দেশে এল মডার্নার আরও ৩০ লাখ ডোজ টিকা

ঢাকার হযরত শাহ জালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছেছে মডার্নার করোনা টিকার চালান। সোমবার (১৯ জুলাই) রাত আনুমানিক ৯টা ২০ মিনিটে কাতার এয়ারওয়েজের একটি কার্গো বিমানে টিকার চালানটি এসে পৌঁছায়।শাহজালাল বিমানবন্দরে কর্মরত স্বাস্থ্য অধিদফতরের সহকারী পরিচালক ডা. শাহরিয়ার সাজ্জাদ বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তাৎক্ষণিকভাবে কতো ডোজ টিকা এসেছে সে সম্পর্কে তিনি নিশ্চিতভাবে কিছু বলতে পারেননি।জানা গেছে, ৩০ লাখ ডোজ করোনাভাইরাসের টিকা প্রথমে সকালে ও পরবর্তীতে সন্ধ্যা সাড়ে ৭টার পৌঁছানোর কথা ছিলো।৩০ লাখ ডোজ টিকা আসলে এ নিয়ে কোভ্যাক্সের মাধ্যমে বাংলাদেশকে মডার্নার ৫০ লাখ ডোজ টিকা দিচ্ছে যুক্তরাষ্ট্র।

Advertisement